বিসিবি ও আইসিসি লোগো © সংগৃহীত
নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে দৃঢ় অবস্থানে বিসিবি, অন্যদিকে আইসিসির চাওয়া ভারতেই খেলুক টাইগাররা। এ নিয়ে ভেন্যু বা গ্রুপ পরিবর্তনের কথাও আলোচনায়।
এবার এই পরিস্থিতিতে বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিসিবি শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর দাবি জানিয়েছিল। জানা গেছে, বিষয়টি নিয়ে বুধবার (২১ জানুয়ারি) বৈঠক ডেকেছে আইসিসিও।
তবে পিসিবির সমর্থন আইসিসির সিদ্ধান্তে বড় প্রভাব ফেলবে না বলেই ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে ভেন্যু বা সূচি পরিবর্তনের সম্ভাবনাও কম। আইসিসি ২১ জানুয়ারি পর্যন্ত সময় দিলেও বিসিবি জানিয়েছে, তারা কোনো নির্দিষ্ট ডেডলাইন পায়নি।