বিশ্বকাপ খেলা নিয়ে ‘নিশ্চিত না’ লিটনও

২০ জানুয়ারি ২০২৬, ০৬:১৮ PM , আপডেট: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ PM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © ফাইল ছবি

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বৈশ্বিক এই মহারণে বাংলাদেশ খেলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি থেকেও আসেনি কোনো সমাধান। সবমিলিয়ে দ্যোদুল্যমান লাল-সবুজের প্রতিনিধিদের বিশ্বকাপ ভাগ্য! শেষমেশ বিশ্বমঞ্চে খেলা হবে কিনা, তা এখনো জানেন না খোদ দলপতি লিটন কুমার দাসও।

বিশ্বকাপ খেলা নিয়ে ক্রিকেট বোর্ডের নেওয়া সিদ্ধান্ত আদর্শ কি না, এমন সরাসরি প্রশ্নে লিটন কোনো মন্তব্য করতে রাজি হননি। সংক্ষিপ্ত জবাবে তিনি শুধু বলেন, ‘নো কমেন্ট’।

এর আগে জানতে চাওয়া হয়, এই সিদ্ধান্তের বিষয়ে তার সঙ্গে বোর্ডের কোনো যোগাযোগ হয়েছে কি না। জবাবে লিটন আরও স্পষ্ট ছিলেন। কোনো রাখঢাক না রেখেই তিনি জানান, বোর্ডের পক্ষ থেকে তার সঙ্গে এখনো কোনো আলোচনা বা যোগাযোগ করা হয়নি।

মূলত, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে উত্তাপ তৈরি হয়েছিল, তা এখন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় রূপ নিয়েছে। তবে এই অনিশ্চয়তার পর্দা আগামী ২১ জানুয়ারি মধ্যেই নামতে পারে। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়, গত শনিবারের বৈঠকে আইসিসির প্রতিনিধিরা বিসিবিকে এ সময়সীমার কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। যদিও বিষয়টি অস্বীকার করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

এদিকে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে গিয়ে খেলতে না চায়, তবে বিশ্বকাপে তাদের জায়গায় অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করার পথও খোলা আইসিসির সামনে। র‍্যাঙ্কিং বিচারে সেই দলটি হতে পারে স্কটল্যান্ড। তবে স্কটিশ বোর্ড এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, আইসিসির সঙ্গে এ প্রসঙ্গে কোনো আলাপ হয়নি তাদের।

সব মিলিয়ে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হবে নাকি ভারতেই খেলতে হবে, অথবা বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই কোনো বড় সিদ্ধান্ত আসবে কি না, তা নির্ভর করবে আইসিসির ওপরই।

রাজশাহীকে হতাশায় ডুবিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস
  • ২০ জানুয়ারি ২০২৬
এনসিপির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের বৈঠক
  • ২০ জানুয়ারি ২০২৬
র‌্যাম্পে হাঁটল পোষা প্রাণী—ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন উদ্যোগ …
  • ২০ জানুয়ারি ২০২৬
চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা এনসিপি’র, জায়গা পেলেন যারা
  • ২০ জানুয়ারি ২০২৬
১২ তারিখে ভোট হবে কিনা, এ নিয়ে গুজব ছড়াচ্ছে একটি চক্র: তথ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
এবার এনসিপি নেতার আসনের জামায়াত প্রার্থী ‘অবরুদ্ধ’, প্রত্যা…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9