আইসিসির সঙ্গে বিসিবি সভা © সংগৃহীত ছবি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কায় নির্ধারিত আয়ারল্যান্ডের ম্যাচগুলো আইসিসি অন্য কোথাও সরিয়ে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডের সাথে গ্রুপ পরিবর্তনের যে প্রস্তাব আইসিসিকে দিয়েছিল, তার প্রেক্ষিতেই আয়ারল্যান্ডের এই কড়া অবস্থান। খবর ক্রিকবাজ।
ক্রিকেট আয়ারল্যান্ডের একজন কর্মকর্তা ক্রিকবাজকে দেওয়া এক বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন, 'আমরা নিশ্চিত আশ্বাস পেয়েছি যে মূল সূচি থেকে আমাদের সরানো হবে না। আমরা নিশ্চিতভাবেই গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলছি।' আয়ারল্যান্ডের এই বার্তার মাধ্যমে স্পষ্ট যে, নির্ধারিত সূচি অনুযায়ী তারা শ্রীলঙ্কাতেই খেলবে এবং বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে তারা সায় দিচ্ছে না।
গত শনিবার ঢাকায় আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিসিবি প্রস্তাব দিয়েছিল যে, লজিস্টিক ঝামেলা এড়াতে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ অদলবদল করা যেতে পারে। বিসিবি জানিয়েছিল, 'অন্যান্য বিষয়ের পাশাপাশি, লজিস্টিক সমন্বয় ঠিক রেখে বিষয়টিকে সহজ করার জন্য বাংলাদেশকে অন্য গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।' বাংলাদেশ বর্তমানে ‘বি’ গ্রুপে রয়েছে, যাদের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইতে হওয়ার কথা। অন্যদিকে আয়ারল্যান্ড রয়েছে ‘সি’ গ্রুপে, যাদের সব ম্যাচ শ্রীলঙ্কায়। ভারতে যেতে অনিচ্ছুক বিসিবি চেয়েছিল আয়ারল্যান্ডের জায়গায় ‘সি’ গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে শ্রীলঙ্কায় খেলতে।
ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে বিসিবির এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড—কোনো পক্ষের কাছেই গ্রহণযোগ্য হয়নি বলে ইঙ্গিত পাওয়া গেছে। আয়ারল্যান্ড তাদের নির্ধারিত সূচিতে অটল থাকায় এখন ভারতের ভেন্যুতে খেলা নিয়ে বিসিবিকে নতুন করে ভাবতে হচ্ছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় এই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আইসিসির প্রতিনিধি গৌরব সাক্সেনা ও অ্যান্ড্রু এফগ্রেভের সঙ্গে বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলামসহ শীর্ষ কর্মকর্তাদের আলোচনায় বিষয়টি গুরুত্ব পেলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি।