‘পাহাড়ের খেলোয়াড়দের সঠিক নার্সিং হলে জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে মুখ উজ্জ্বল করবে’

১৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭ PM
খাগড়াছড়ি স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

খাগড়াছড়ি স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা © টিডিসি

খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক মো. আনোয়ার সাদাত বলেন, ‘পাহাড়ের খেলোয়াড়দের সঠিকভাবে নার্সিং ও পরিচর্যা করতে পারলে তারা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবে।’

শনিবার (১৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থায়নে খাগড়াছড়ি স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এবং জেলা ক্রিকেট লিগের টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী।

জেলা প্রশাসক বলেন, জেলা ক্রিকেট লিগ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি পাহাড়ি এলাকার তরুণদের প্রতিভা বিকাশের একটি বড় সুযোগ। বক্তারা বলেন, জেলা ক্রিকেট লিগ খাগড়াছড়ির তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং তারা ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। পাশাপাশি ক্রিকেটের শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্ব গঠনে এই লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এবারের জেলা ক্রিকেট লিগে খাগড়াছড়ি জেলার মোট ৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়  বহুমুখী সমবায় সমিতি ও প্রজন্ম ক্লাব। উদ্বোধনী দিনের খেলায় দুই দলের প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা সৃষ্টি করে। ম্যাচে প্রজন্ম ক্লাবকে ১০ উইকেটে পরাজিত করে বহুমুখী সমবায় সমিতি টুর্নামেন্টে শুভ সূচনা করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিসিবি কিউরেটর জাহিদ রেজা বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য শাহরিয়ার ইউনুস, মো. আনিসুল আলম চৌধুরী ও মো: রাকিব মনি ইফতিসহ জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং ক্রীড়া সংগঠকরা।

বক্তারা আরও বলেন, পাহাড়ি জেলা খাগড়াছড়িতে ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার উন্নয়নে সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। জেলা ক্রিকেট লিগ সেই উদ্যোগকে আরও গতিশীল করবে। মাসব্যাপী এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন ক্লাব ও দলের অংশগ্রহণে প্রতিটি ম্যাচ হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য,এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও সংশ্লিষ্টরা।

ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, এই লিগের মাধ্যমে খাগড়াছড়ির ক্রীড়া অঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়রা নিজেদের মেধা, দক্ষতা ও আত্মবিশ্বাস প্রমাণের সুযোগ পাবে।

পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের নির্বাচন করতে দেও…
  • ১৭ জানুয়ারি ২০২৬
নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, পদ …
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
  • ১৭ জানুয়ারি ২০২৬
চবিতে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব অনু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
অনড় বাংলাদেশ, দ্রুত সিদ্ধান্তের আশ্বাস আইসিসির
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9