মোহাম্মদ মিঠুন © সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুনকে অপরিচিত ফোন নম্বর থেকে কল করে একের পর এক প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তাকে ফোন করে হত্যা ও অপহরণের মতো ভয়ংকর হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে মিঠুন বলেছেন, ‘বৃহস্পতিবার রাত ৯ টার পর থেকে হুমকির মাত্রা বৃদ্ধি পেয়েছে। আমরা তো দেশের বিরুদ্ধে কোনো কথা বলিনি, তারপরও কেন এই হুমকি বুঝতে পারছি না। ক্রিকেটার হিসেবে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলেছি, এটা কি অন্যায়?’
ঘটনার সূত্রপাত বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্যকে কেন্দ্র করে। এর প্রতিবাদে গত বুধবার রাতে তার পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আলটিমেটাম দিয়েছিল কোয়াব। তবে বৃহস্পতিবার পর্যন্ত বেঁধে দেওয়া সময়ের মধ্যে নাজমুল পদত্যাগ না করায় ক্রিকেটাররা বিপিএলের ম্যাচ বয়কট করেন।
পরবর্তীতে বিসিবির এক অনলাইন সভায় ওই পরিচালকের পদ বহাল রাখা হলেও তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এই সিদ্ধান্তের পরও ক্রিকেটাররা খেলায় ফিরতে রাজি হননি। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার রাতে বিসিবি কর্মকর্তারা প্রথমে ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিদের সঙ্গে এবং পরে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকের পরই অবশেষে বিপিএল পুনরায় শুরুর ঘোষণা দেওয়া হয়।