সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা © সংগৃহীত
ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন স্পষ্ট করে বলেছেন, এম নাজমুল ইসলামের পদত্যাগ ইস্যুতে খেলোয়াড়রা এখনো তাদের আগের অবস্থানেই অনড় আছেন। তবে তারা খেলার বিপক্ষে নন, এই বিষয়টি আবারও পরিষ্কার করে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটি দুপুর ১টা থেকে মাঠে গড়ানোর কথা ছিল। তবে শুরু হয়নি সেই ম্যাচটি। বরং উল্টো সংবাদ সম্মেলনে এসেছিলেন ক্রিকেটাররা।
সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘আমরা এখনই ঐ অবস্থানেই আছি। সোহান প্রথমেই যেটা বলেছে, আমরা খেলার বিপক্ষে না। সব কিছুর একটা সীমা আছে। সীমা ছাড়িয়ে গেলে… শুধু আমার না, এটা পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে। সবাইকে অপমান করা হয়েছে।’
তিনি বলেন, ‘আইসিসি ট্রফি জেতা থেকেই যদি বলি, তখন থেকে এখন প্রতিটি সেক্টরকে অস্বীকার করেছেন। উনার কাছে বিশ্বকাপ কোনো মানে রাখে না। উনার কথায় ক্রিকেটের প্রতি শ্রদ্ধা দেখিনি। আমরা এখনও ওখানেই অনড় আছি।’
মাঠে ফিরতে চাওয়া প্রসঙ্গে মিঠুন বলেন, ‘উনারা খেলার জন্য এপ্রোচ করছেন। আমরা অবশ্যই খেলতে চাই, তবে আমাদের দাবি মানার পরে। আগের মতো সময় নিতে নিতে হদিস নেই, উনারা আজও এটাই চাচ্ছেন।’
মিঠুন স্পষ্ট করেন, ‘আমাদের অবস্থান আজকের না। অনেক দিন পর্যবেক্ষণ করে এরপর।’