থাকছে না চট্টগ্রাম রয়্যালস, দায়িত্ব নেওয়ার জন্য বিসিবিকে চিঠি

চট্টগ্রাম রয়্যালস বিপিএলে আর থাকছে না
চট্টগ্রাম রয়্যালস বিপিএলে আর থাকছে না  © টিডিসি ফটো

চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির বর্তমান মালিকপক্ষ দল পরিচালনার দায়িত্বে আর থাকছে না, এমন ঘোষণা দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। ফলে বিপিএলের এবারের আসরে চট্টগ্রাম দলটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে বিসিবির পক্ষ থেকেও চিঠি পাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। সূত্র বলছে, এই পরিস্থিতিতে দায়িত্ব না নিয়ে উপায় নেই। 

বোর্ডের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, বিপিএল একটি চলমান ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। কোনো ফ্র্যাঞ্চাইজি হঠাৎ সরে দাঁড়ালে পুরো আসরের আয়োজন, সূচি ও বাণিজ্যিক দিক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই টুর্নামেন্টের স্বার্থেই চট্টগ্রাম দলের দায়িত্ব সাময়িকভাবে বিসিবিকেই নিতে হচ্ছে।

আরও পড়ুন: নতুন টুর্নামেন্ট চালুর পরিকল্পনা বিসিবির

বিসিবি সূত্রে জানা গেছে, দল পরিচালনার ক্ষেত্রে খেলোয়াড়দের চুক্তি, অনুশীলন, ম্যাচ আয়োজনসহ সব ধরনের প্রশাসনিক কাজ বোর্ডের তত্ত্বাবধানে চলবে।

সব মিলিয়ে বিপিএল শুরুর আগমুহূর্তে চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে এই অচলাবস্থা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে বিসিবির আশ্বাস, কোনো ফ্র্যাঞ্চাইজির সমস্যার কারণে বিপিএলের ধারাবাহিকতা বা প্রতিযোগিতার মানে প্রভাব পড়তে দেওয়া হবে না।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!