নতুন টুর্নামেন্ট চালুর পরিকল্পনা বিসিবির
- ক্রীড়া প্রতিবেদক
- প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ AM
২০২০ সালের ফেব্রুয়ারিতে আকবর আলীর নেতৃত্বে যুব বিশ্বকাপ জয়ের পর তাকে ভবিষ্যৎ তারকা হিসেবে দেখেছিলেন অনেকেই। এর আগে ২০১৯ সালে বিকেএসপির হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক এবং পরে প্রথম শ্রেণির ক্রিকেটে ধাপে ধাপে এগিয়েছেন তিনি। এখন এনসিএল, ডিপিএল ও বিপিএলের মতো ঘরোয়া আসরে নিয়মিত খেলছেন এই উইকেটকিপার ব্যাটার। তবে জাতীয় দলের জার্সি এখনো গায়ে জড়ানো হয়ে উঠেনি। এ ছাড়া এইচপি কিংবা 'এ' দলের খুব বেশি ম্যাচ না থাকায় অনেকটা নিরলস সময়ই কাটে তার।
তবে যুব দল থেকে বেরিয়ে এমন পথচলা শুধু আকবরের নয়। একই বাস্তবতার মুখে পড়ছেন স্পিনার রাকিবুল হাসানও। আরও অনেকেই এই তালিকায় আছেন। যুব পর্যায়ে আলো ছড়ালেও পরের ধাপে এইচপি কিংবা ‘এ’ দলের হয়ে সীমিত ম্যাচ খেলেই থেমে যেতে হচ্ছে অনেককে। পর্যাপ্ত ম্যাচ ও নিয়মিত অনুশীলনের সুযোগ না থাকায় প্রতিভা বিকাশে বাধাও তৈরি হচ্ছে।
অবশ্য, এ ধরনের ক্রিকেটারদের ধারাবাহিক ম্যাচ খেলার সুযোগ করে দিতে এইচপি কিংবা ‘এ’ দলের বাইরে আলাদা প্রতিযোগিতার আয়োজন করে ভারত ও অস্ট্রেলিয়া। ভারতে নিয়মিতভাবে অনূর্ধ্ব–২৩ রাজ্য ট্রফি ও অনূর্ধ্ব–১৯ ওয়ানডে চ্যালেঞ্জার ট্রফি অনুষ্ঠিত হয়। অন্যদিকে অস্ট্রেলিয়ায় তরুণদের জন্য অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি অনূর্ধ্ব–২৩ টুর্নামেন্ট হয়ে থাকে।
এই দুই দেশের পথ অনুসরণ করতেই এবার নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবিও। তরুণ ক্রিকেটারদের নিয়মিত প্রতিযোগিতার সুযোগ দিতে ‘রাইজিং স্টার্স’ অনূর্ধ্ব–২৩ টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা করছে সংস্থাটি। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আদলে চারটি আঞ্চলিক দল নিয়ে আয়োজন করা হবে এই টুর্নামেন্ট। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক আমজাদ হোসেন।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘নতুন সিদ্ধান্ত হচ্ছে রাইজিং স্টার অনূর্ধ্ব-২৩ ক্রিকেট টুর্নামেন্ট হবে। বিসিএলের মতো করে হবে কিন্তু অনূর্ধ্ব-২৩। অনূর্ধ্ব-১৯ এর পরে বয়সভিত্তিক নির্দিষ্ট কোন টুর্নামেন্ট ছিল না। কিন্তু ফেব্রুয়ারিতে এটা হবে ইনশাআল্লাহ। প্রাথমিক পরিকল্পনা হচ্ছে চট্টগ্রামের দুটো স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। ডাবল (রাউন্ড রবিন) লিগ সিস্টেমে। ফাইনাল ঢাকায় হবে।’