বদলে গেল বিপিএলের উদ্বোধনী দিনের ম্যাচ শুরুর সময়

২০ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ PM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:১২ PM
বিপিএল লোগো

বিপিএল লোগো © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি প্রকাশের পর একাধিকবার সেখানে অদল-বদল করা প্রতি বছরের নিয়মিত ঘটনা। এবারও শুরুতেই প্রকাশিত সূচিতে বদল দেখা গেল। তবে কেবলই উদ্বোধনী দিনের দুটি ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে। বাকি দিনের সূচি আগের মতোই থাকবে।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আসর। একইদিন সন্ধ্যায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। আগের সূচি অনুযায়ী, দুপুর ২টায় প্রথম ও সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় ম্যাচ।

তবে শনিবার (২০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ২৬ ডিসেম্বর প্রথম ম্যাচ পিছিয়ে শুরু হবে দুপুর তিনটায়। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় ৪৫ মিনিটে।

মূলত উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সুবিধার্থে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ১২তম বিপিএলের উদ্বোধনী দিনের ম্যাচগুলোর সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত বিপিএলের ইভেন্ট টেকনিক্যাল কমিটির।

এদিকে উদ্বোধনী ম্যাচ ছাড়া টুর্নামেন্টে বাকি সব শুক্রবারেই দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় রাখা হয়েছে দুই ম্যাচ। শুক্রবার ছাড়া অন্যান্য দিনে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টায়।

উল্লেখ্য, ঘরোয়া এই টুর্নামেন্ট সিলেটে শুরু হয়ে চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ঢাকায় ফিরবে। সিলেট ও চট্টগ্রামে ১২টি করে এবং ঢাকায় এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ১৯ জানুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি এবং ফাইনাল ২৩ জানুয়ারি। সব নকআউট ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

মহেশখালীতে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ভয়াবহ অগ্নিক…
  • ১২ জানুয়ারি ২০২৬
সরকারি বরাদ্দের ৫ ভাগ টাকা কাজে লাগে, বাকিটা ভাগ-বাঁটোয়ারা…
  • ১২ জানুয়ারি ২০২৬
রেজাল্টে এগিয়ে থাকা ১১ জন আউট, নিয়োগ পেলেন প্রো-ভিসির কন্যা
  • ১২ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াত নিয়ে সংঘর্ষে সাবেক ইউপি সদস্য …
  • ১২ জানুয়ারি ২০২৬
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস হয়নি: অধিদপ্তর
  • ১২ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদসহ আর কোনো নির্বাচন করা যাবে…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9