বিপিএল শুরুর আগে ফের পারিশ্রমিক বিতর্ক!

বিপিএল ট্রফি
বিপিএল ট্রফি   © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর শুরুর আগেই আবারও আলোচনায় পারিশ্রমিক–বিতর্ক। ঘরোয়া এই টুর্নামেন্টের আসন্ন আসরের নিলামের দিনক্ষণ ঠিক হলেও দলগুলো নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনো। এর মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে খুলনা টাইগার্স। এর কারণ, গত আসরের খেলোয়াড়দের বকেয়া এখনো পরিশোধ করেনি তারা।

জানা গেছে, তিন ক্রিকেটারের পাওনা এখনো পরিশোধ করেনি খুলনা। এর মধ্যে অস্ট্রেলিয়ার উইলিয়াম বোসিস্টোর ৩০ হাজার ডলার এবং অ্যালেক্স রসের ১০ হাজার ডলার বকেয়া রয়েছে।

অবশ্য শুধু বিদেশিরাই নয়, দেশি পেসার মুশফিক হাসানও এখন পর্যন্ত পাননি নিজের প্রাপ্য পারিশ্রমিক। টুর্নামেন্টের শেষ দিকে চার ম্যাচ খেলে দারুণ পারফরম্যান্স করলেও এক টাকাও পায়নি বলে অভিযোগ তার।

সূত্র বলছে, একাধিকবার টাকা দেওয়ার আশ্বাস দিয়েও প্রতিশ্রুতি রাখেনি খুলনা কর্তৃপক্ষ। ফলে বিপিএল শুরুর আগে আবারও বকেয়া পরিশোধ প্রশ্ন উঠছে।

এ নিয়ে দলটির সাবেক প্রধান কোচ তালহা জুবায়ের গণমাধ্যমে জানান, মুশফিকের বিষয়ে মালিক পক্ষকে একাধিকবার বলেও সুরাহা হয়নি। কোনো টাকাই তাকে দেওয়া হয়নি।


সর্বশেষ সংবাদ