নির্ধারিত সময়ে শুরু হয়নি বিপিএলের নিলাম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:২৭ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের নিলামকে ঘিরে প্রস্তুতি ছিল বেশ জোরদার। রাজধানীর পাঁচতারকা এক হোটেলে অনুষ্ঠেয় এই নিলামের আনুষ্ঠানিক শুরুর সময় প্রথমে নির্ধারণ করা হয়েছিল বিকেল ৩টা। তবে ঠিক আগের দিনই বিপিএল গভর্নিং কাউন্সিল সময় পরিবর্তনের ঘোষণা দেয়, নতুন করে সময় ঠিক করা হয় বিকেল ৪টা। কিন্তু এই সময়েও নিলাম শুরু হয়নি।
ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধি, অতিথি ও গণমাধ্যমকর্মীরা নিলামস্থলে উপস্থিত থাকলেও ঘোষিত সময় অনুযায়ী নিলাম শুরু না হওয়ায় বিপিএল গভর্নিং কাউন্সিলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও নানান প্রশ্ন উঠছে। যদিও নির্ধারিত সময়ে নিলাম শুরু না হওয়ার কারণ আনুষ্ঠানিকভাব এখনো জানায়নি বিসিবি।
এদিকে নিলামটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। মোবাইলেও দেখা যাবে এই নিলাম। এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
এবারের আসরে অংশ নিচ্ছে ৬টি দল। শুরুতে পাঁচ দলের টুর্নামেন্টের কথা জানানো হলেও পরে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস যোগ হওয়ায় সেটি দাঁড়িয়েছে ৬ দলে। পুরোনো দলগুলোর মধ্যে আছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।
স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের তালিকা এবং ক্যাটাগরি–ভিত্তিক মূল্য আগেই প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। স্থানীয় খেলোয়াড়দের ছয় ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেখানে ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা, ‘বি’ ৩৫ লাখ, ‘সি’ ২২ লাখ, ‘ডি’ ১৮ লাখ, ‘ই’ ১৪ লাখ এবং ‘এফ’ ১১ লাখ টাকা।
অন্যদিকে বিদেশিদের পাঁচ ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরির মূল্য ৩৫ হাজার মার্কিন ডলার, এরপর ‘বি’ ২৫ হাজার, ‘সি’ ২০ হাজার, ‘ডি’ ১৫ হাজার ও ‘ই’ ক্যাটাগরিতে ১০ হাজার ডলার।
নিয়মানুসারে, নিলামের আগে প্রতিটি দল ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে দু’জন করে দেশি এবং এক বা দু’জন বিদেশি খেলোয়াড় সরাসরি চুক্তিতে নিতে পারে। অনেক ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যেই সে সুযোগ ব্যবহার করেছে।
এবার নিলাম হবে দুই ধাপে, প্রথমে স্থানীয় খেলোয়াড়, এরপর বিদেশি ক্রিকেটারদের নিলাম। প্রতিটি দল নিলাম থেকে সর্বনিম্ন ১২ ও সর্বোচ্চ ১৪ জনকে নিতে পারবে। মোট ৪ দশমিক ৫ কোটি টাকার বাজেটে দুই সরাসরি চুক্তি মিলিয়ে ১৬ জন খেলোয়াড় নিবন্ধন করতে হবে দলগুলোকে।
খেলোয়াড়দের পারিশ্রমিক তিন কিস্তিতে পরিশোধ করা হবে: চুক্তি স্বাক্ষরের পর ২৫ শতাংশ, শেষ লিগ ম্যাচের আগে ৫৫ শতাংশ এবং টুর্নামেন্ট শেষে ৩০ দিনের মধ্যে বাকি ২০ শতাংশ। সব লেনদেন এনবিআর-এর করনীতিমালা মেনে করতে হবে।
নিলাম শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে।