বিজয় দিবস প্রদর্শনী ম্যাচে নান্নুদের হেসেখেলে হারালেন আশরাফুলরা

বিজয় দিবসে বিশেষ ক্রিকেট ম্যাচ
বিজয় দিবসে বিশেষ ক্রিকেট ম্যাচ  © টিডিসি ফটো

বিজয় দিবসের বিশেষ প্রদর্শনী ম্যাচে শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানে হারিয়েছে শহীদ মুশতাক একাদশ। আগে ব্যাটিংয়ে নেমে ১৩৮ রান সংগ্রহ করে মুশতাক একাদশ, জবাবে ১০০ রানে অলআউট হয় জুয়েল একাদশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৮ রানের সংগ্রহ দাঁড় করায় শহীদ মুশতাক একাদশ। কিন্তু দলের হয়ে কোনো ব্যাটারই ফিফটি পার করতে পারেননি, তবে ২৬ বলে ৪৬ রান করে উল্লেখযোগ্য ইনিংস খেলেন নাদিফ চৌধুরী। এ ছাড়া ২৭ বলে ৪২ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত দলের সংগ্রহে অবদান রাখেন তুষার ইমরান। 

জুয়েল একাদশের হয়ে আবদুর রাজ্জাক ৩টি উইকেট নেন। এ ছাড়া আনোয়ার হোসাইন ও তারেক আজিজ খান একটি করে উইকেট শিকার করেন।

জবাবে শহীদ জুয়েল একাদশের জাভেদ ওমর বেলিম দ্রুত আউট হন। মাত্র ৮ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে দীর্ঘ সময় ধরে একপ্রান্ত ধরে টিকে ছিলেন ওপেনার শাহরিয়ার নাফীস। কিন্তু ৩৩ বলে ৩৬ রান করেই বিদায়ঘণ্টা বাজে তার। 

অন্যপ্রান্তে খুব সুবিধা নিতে পারেননি বাকি ব্যাটাররা। হারুনুর রশিদ ১৬ বলে ৮ রান, আর আবদুর রাজ্জাক ৬ বলে ১৩ রানের ঝলক দেখান। 

শেষদিকে মিনহাজুল আবেদীন নান্নু ৮ বলে ২ রান করলেও, অপরাজিত ১৯ বলে ২৬ রান নিয়ে দলকে কিছুটা স্বস্তি দেন তালহা জুবায়ের। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১০০ রানে থামে জুয়েল একাদশ। এতে ৩৮ রানের বড় জয় পায় শহীদ মুশতাক একাদশ।

শহীদ মুশতাক একাদশের হয়ে মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল এবং তুষার ইমরান একটি করে উইকেট শিকার করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence