‘শোয়াই ফেলব একদম’—মিরাজদের শান্তর হুংকার

মিরাজ ও শান্ত
মিরাজ ও শান্ত  © সংগৃহীত

বিজয় দিবসকে সামনে রেখে ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজিত বিশেষ প্রীতি ম্যাচ ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে। জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ দুই দলের অধিনায়ক, সম্পর্কে তারা ভালো বন্ধুও। তবে মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ।

এদিকে হোম অব ক্রিকেটে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই ম্যাচটি ঘিরে বাড়তি রোমাঞ্চ। অধিনায়ক শান্ত ইতোমধ্যেই মজার ছলে নানা মন্তব্য, রসিকতা আর খুঁনসুটির মাধ্যমে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছেন। 

সোমবার (১৫ ডিসেম্বর) ম্যাচ পূরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, “খুবই এক্সাইটেড। এরকম ম্যাচ খেলার সুযোগ আগে হয়নি। কোনো ছাড়াছাড়ি হবে না, শোয়াই ফেলব একদম।”

শান্তর ভাষ্য অনুযায়ী, তাদের প্রস্তুতি নাকি কথার লড়াইয়েই। জানালেন, “প্রস্তুতি মাঠে দেখতে পাবেন না। সব প্রস্তুতি মুখে মুখে হচ্ছে। মাঠে শোয়াই ফেলতে পারি, না হলে শুয়েও যাইতে পারি। যেকোনো কিছুই হতে পারে।” 

ম্যাচটি ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও মাঠে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ যে কম থাকবে না, সেটিও স্বীকার করলেন শান্ত। তবে একই সঙ্গে শৃঙ্খলাজনিত বিষয়গুলো মাথায় রেখে সতর্ক থাকার বার্তাও দিলেন টপ-অর্ডার এই ব্যাটার।

হাসতে হাসতেই শান্ত বললেন, “উত্তাপ তো থাকবেই। তবে বেশি দেখানো যাবে না। শুনলাম ভালো আম্পায়ার থাকবে। তবে বেশি উত্তাপ আবার দেখানো যাবে না। পরে ডিমেরিট পয়েন্ট খেয়ে যাব।”

আরও পড়ুন : আইপিএলে বাংলাদেশের ৭ ক্রিকেটারের দল পাওয়া নিয়ে শঙ্কা

একনজরে দুই দলের স্কোয়াড:  

অদম্য দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম ও শরিফুল ইসলাম। 

অপরাজেয় দল: পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও গাফফার সাকলাইন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence