আইপিএলে বাংলাদেশের ৭ ক্রিকেটারের দল পাওয়া নিয়ে শঙ্কা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ AM
আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় আবুধাবিতে বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। বহুল প্রতীক্ষিত এই নিলামে শুরুতে মোট এক হাজার ৩৯০ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করলেও চূড়ান্ত তালিকায় মাত্র ৩৫০ জনের জায়গা হয়েছে। এর মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার। যেখানে বিদেশিদের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় ৭ বাংলাদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন।
তবে এর আগেই বেধেছে বিপত্তি! ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ শঙ্কা প্রকাশ করেছে, আইপিএলের পুরো আসরজুড়ে বাংলাদেশের ক্রিকেটারদের পাওয়া যাবে না। আগামী এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে ব্যস্ত থাকবে টাইগাররা। জাতীয় দলের এই ব্যস্ত সূচির কারণে আইপিএলের পুরো মৌসুমে তাদের অংশগ্রহণ অনিশ্চিত।
ফলে, আইপিএলের নিলামেও এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়তে পারে। পুরো আসরে পাওয়া যাবে না—এমন শঙ্কায় ফ্র্যাঞ্চাইজিগুলো সাধারণত তাদের দলে নিতে আগ্রহ কম দেখায়। এতে টাইগারদের প্রতি আইপিএল দলগুলোর আগ্রহ কমে যাওয়ার সম্ভাবনাই বেশি।
যদিও দল পাওয়ার সম্ভাবনায় অনেকটাই এগিয়ে আছেন গেল আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মোস্তাফিজুর রহমান। অন্য যে ৬ জন আছেন, তাদের মধ্যে রিশাদ হোসেনকে ঘিরে স্বপ্ন বুনছেন লাল-সবুজের ক্রীড়াপ্রেমীরা।
জেক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে দ্য ফিজকে দল টেনেছিল দিল্লি। সেবার তিন ম্যাচে ৭ দশমিক ৯১ ইকোনোমিতে ৪ উইকেট শিকার করেন তিনি। তবে দিল্লি প্লে-অফে উঠতে না পারায় ফিরতে হয় তাকে। আইপিএল ক্যারিয়ারে ২৮ দশমিক ৪৪ গড় ও ৮ দশমিক ১৩ ইকোনমিতে ৬০ ম্যাচে ৬৫ উইকেট তার ঝুলিতে।
যদিও চেন্নাই সুপার কিংস তাকে ছেড়ে দেওয়ার পর নিলামে অবিক্রীত ছিলেন তিনি। এবারও ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে নিলামে উঠবেন মোস্তাফিজ। দল পাওয়ার বিবেচনায় বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকবেন তিনিই।
মোস্তাফিজ-রিশাদ ছাড়াও তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও রাকিবুল হাসান নিলামের চূড়ান্ত তালিকায় আছেন। এর মধ্যে আইপিএলে বদলি হিসেবে এর আগেও ডাক পেয়েছিলেন তাসকিন। তবে বিসিবির এনওসি না মেলায় জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাতানো হয়ে উঠেনি তারকা এই পেসারের। এ ছাড়াও গতিময় তরুণ পেসার নাহিদ রানাও সাম্প্রতিক সময়ে নজর কেড়েছেন ভারতীয়দের। রাকিবুল (৩০ লাখ রুপি) ছাড়া বাকি সবারই ভিত্তিমূল্য কম, মাত্র ৭৫ লাখ রুপিতে নিলামে উঠতে পারেন তারা। তবে সবমিলিয়ে বাকিদের শুধু দল পাওয়াই নয়, বরং নিলামে নাম ওঠার সম্ভাবনাও ক্ষীণ।
আরও পড়ুন : লা লিগায় বার্সার সাথে পয়েন্ট ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ
এদিকে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় আবুধাবির ডব্লিউ হোটেলে অনুষ্ঠেয় প্রি-অকশন বৈঠকে বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিস্তারিতভাবে অবহিত করবে বিসিসিআই। যদিও সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বোর্ড নতুন কোনো নির্দেশনা না দিয়ে বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা সংক্রান্ত বিদ্যমান ও প্রচলিত নিয়মগুলোর কথাই পুনর্ব্যক্ত করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এই প্লেয়ার অকশনের ক্ষেত্রে আইপিএল ২০২৬ মৌসুমের কোনো অংশে কোনো খেলোয়াড়ের সম্ভাব্য অনুপস্থিতি বিবেচনায় আনা হবে না। ধরে নেওয়া হবে খেলোয়াড় ১০০ ভাগ সময়ের জন্য উপলব্ধ, এবং সেই অনুযায়ী পুরো লিগ ফি স্যালারি ক্যাপ থেকে কেটে নেওয়া হবে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর কৌশল নির্ধারণে সহায়তার জন্য, আইপিএল ২০২৬ মৌসুমে সংশ্লিষ্ট খেলোয়াড়দের সম্ভাব্য প্রাপ্যতা বিসিসিআই জানিয়ে দেবে।'
এনওসি প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ক্রিকবাজকে বলেছেন, 'আমরা চাই আমাদের খেলোয়াড়রা যতটা সম্ভব, আইপিএল খেলুক। তাই মৌসুমের বেশির ভাগ সময়ের জন্যই তাদের এনওসি দেওয়া হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য কেবল ন্যূনতম প্রয়োজন অনুযায়ী খেলোয়াড়দের ডাকা হবে।'