হার্দিকের বিরল মাইলফলক, টি-টোয়েন্টিতে প্রথম পেস অলরাউন্ডারের ‘ডাবল’ অর্জন
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ PM
অপেক্ষা ছিল মাত্র একটি উইকেটের। খুব বেশি সময় নেননি হার্দিক পান্ডিয়া। ম্যাচে নিজের প্রথম ওভারেই পৌঁছে যান কাঙ্ক্ষিত মাইলফলকে। আর সেই সঙ্গে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে গড়লেন এক অনন্য কীর্তি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে শততম উইকেট শিকার করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের প্রথম পেস বোলিং অলরাউন্ডার হিসেবে এক হাজার রান ও ১০০ উইকেটের ‘ডাবল’ পূর্ণ করলেন হার্দিক পান্ডিয়া।
রোববার ধারামসালায় অনুষ্ঠিত ম্যাচে নামার সময় পান্ডিয়ার উইকেট ছিল ৯৯টি। ম্যাচের সপ্তম ওভারে প্রথমবার বল হাতে নিয়ে ওভারের ষষ্ঠ বলে ট্রিস্টান স্টাবসকে আউট করে পূর্ণ করেন শত উইকেট। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছোঁয়ানো শট কিপারের গ্লাভসে ধরা পড়ে।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পান্ডিয়ার হাজার রান অনেক আগেই পূর্ণ হয়েছে। তবে উইকেটের শতক স্পর্শের মধ্য দিয়ে তিনি নিজেকে নিয়ে গেলেন এক বিশেষ তালিকায়। তার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রান ও ১০০ উইকেটের ডাবল স্পর্শ করেছিলেন চারজন ক্রিকেটার—সাকিব আল হাসান, মোহাম্মাদ নাবি, সিকান্দার রাজা ও ভিরানদিপ সিং। তবে তাঁরা সবাই স্পিনিং অলরাউন্ডার, পেসার হিসেবে এই কীর্তিতে প্রথম পান্ডিয়াই।
এদিন দুই ওভার বোলিং করলেও আর কোনো উইকেট পাননি ভারতের এই অলরাউন্ডার। তবে তাঁর কীর্তির তালিকা এখানেই শেষ নয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রান, ১০০ উইকেট ও ১০০ ছক্কা—এই তিনটি অর্জন আছে এমন ক্রিকেটারের তালিকায়ও নিজের নাম যুক্ত করেছেন তিনি। এই তালিকায় পান্ডিয়ার সঙ্গে আছেন নাবি, রাজা ও ভিরানদিপ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজেই টি-টোয়েন্টিতে ছক্কার শতক পূর্ণ করেন হার্দিক পান্ডিয়া। তৃতীয় ম্যাচের আগে তার ছক্কার সংখ্যা দাঁড়ায় ১০১টিতে।
সব মিলিয়ে, ব্যাট ও বল—দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পেস অলরাউন্ডারের নতুন মানদণ্ড গড়ে দিলেন হার্দিক পান্ডিয়া।