‘তাসকিন আমার সর্বোচ্চ গতির ডেলিভারির রেকর্ড ভেঙে দিক’

তাসকিন-শোয়েব আখতার
তাসকিন-শোয়েব আখতার   © সংগৃহীত

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বিশ্বের দ্রুততম বলের রেকর্ড শোয়েব আখতারের দখলে। ২০০৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে তার করা ঘণ্টায় ১৬১ দশমিক ৩ কিলোমিটার গতির বল এখনও অক্ষত। মাঝে শন টেইট বা ব্রেট লি'রা কাছাকাছি গেলেও সেই রেকর্ড ভাঙতে পারেননি কেউই। অবশ্য, বর্তমান প্রজন্মের পেসারদের মধ্যে বাংলাদেশের তাসকিন আহমেদকেই সেই কীর্তি ছোঁয়ার যোগ্য মনে করেন শোয়েব। ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন শোয়েব, আর তার দলেই খেলবেন তাসকিন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে শোয়েবের প্রত্যাশা, ‘তাসকিন আমার সর্বোচ্চ গতির রেকর্ড ভেঙে দিক।’

বাংলাদেশে এসে নিজের ভালো লাগা প্রসঙ্গে শোয়েব বলেন, 'আমি এই দেশকে অনেক ভালোবাসি। অনেক দিন ধরে বাংলাদেশে আসার জন্য মুখিয়ে ছিলাম। তবে এখানে আসা হচ্ছিল না। বাংলাদেশের ব্যাপারে আমার ভালোবাসা সবাই জানে। আর বাংলাদেশও আমাকে কতটা ভালোবাসে সেটিও আমি জীবনভর দেখেছি। তাই অনেক ধন্যবাদ। এখানে এসে আমি সত্যিই খুশি।'

তরুণ পেসারদের খেলাটা উপভোগ করারও পরামর্শ শোয়েবের। তার ভাষ্যমতে, ‘পেসারদের প্রতি আমার উপদেশ, নিজেকে উপভোগ কর। লম্বা চুল, শার্ট, লম্বা গোঁফ থাকে অনেকের। রান-আপের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ কর। নিজেকে উপভোগ কর ও মানুষকে দেখিয়ে দাও। একইসঙ্গে তোমার লক্ষ্য হওয়া উচিত কাউকে আঘাত না করে উইকেট নেওয়া। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা শচীন টেন্ডুলকার আমার প্রিয় খেলোয়াড়। তার হেলমেটে আঘাত করেছি। পাঁজর ভেঙে দিয়েছি। খারাপ লেগেছে আমার।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence