নিসাঙ্কাকে ফেরালেন তাসকিন

তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ  © সংগৃহীত

ক্রমেই ভয়ংকর হয়ে উঠছিলেন শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা। তবে তার ঝড় থামিয়ে টাইগার শিবিরে প্রথম সাফল্য এনে দিয়েছেন তাসকিন আহমেদ।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৪৪ রান।

পঞ্চম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ছক্কা হজম করেন তাসকিন আহমেদ। ফ্লিক করে দারুণ সেই শট খেলেন নিসাঙ্কা। তবে ছক্কা খাওয়ার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান অভিজ্ঞ এই পেসার।

ওভারের পরের ৪ বলে মাত্র ২ রান খরচা করেন। আর ওভারের শেষ বলে থামিয়ে দেন নিসাঙ্কা ঝড়। ডিপ স্কয়ার লেগে দারুণ এক ক্যাচ নেন সাইফ হাসান। এতে ১৫ বলে ২২ রানে ফেরেন লঙ্কান এই ওপেনার।

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও লেগ স্পিনার রিশাদ হোসেন বাদ পড়েছেন। তাদের পরিবর্তে অফ-স্পিনার মেহেদী হাসান ও পেসার শরীফুল ইসলাম একাদশে ঢুকেছেন। 


অন্যদিকে শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই। আফগানিস্তান ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ শোনা স্পিনার দুনিথ ভেল্লালাগেও খেলছেন।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।


সর্বশেষ সংবাদ