টি-টোয়েন্টি সিরিজে নেই তাসকিন, আলোচনায় সাইফউদ্দিন

সাইফউদ্দিন ও তাসকিন,
সাইফউদ্দিন ও তাসকিন,  © সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আজই শেষ হয়েছে। ঢাকা টেস্টে ২১৭ রানের বড় জয়ে সিরিজটি ২-০ ব্যবধানে নিজের করে নেয় বাংলাদেশ। যদিও ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করেও প্রত্যাশিত ধসে পড়েনি আয়ারল্যান্ড। ধীরে-স্থিরে খেলতে খেলতে বাংলাদেশকে ৬০ ওভার বোলিং করতে বাধ্য করেছিল আইরিশরা। তবে শেষ পর্যন্ত হাসান মুরাদের টানা দুই বলে দুই উইকেটেই তাদের প্রতিরোধ ভেঙে যায়। আইরিশদের দ্বিতীয় ইনিংস থামে ২৯১ রানে। 

এদিকে, টেস্ট শেষ হতেই আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি মঞ্চে ফিরছে দল দুটি। টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্য থেকে যারা টি–টোয়েন্টি দলেও আছেন, তাদের অবশ্য বিশ্রামের সুযোগ নেই।

তবে তাসকিন আহমেদের ক্ষেত্রে পরিস্থিতিটা একটু আলাদা। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেশের বাইরে থাকায় আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে দেখা যাবে না। আবুধাবি টি–টেনে খেলা শেষে আগামী ২ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় আইএল টি–টোয়েন্টিতে দেখা যাবে তাকে। তাই তাকে বিশ্রাম দিতে চাচ্ছে বিসিবি।
বিসিবি সূত্র বলছে, তাসকিনের জায়গায় টি–টোয়েন্টি দলে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ফিরতে যাচ্ছেন। ইনজুরি কাটিয়ে আবারও জাতীয় দলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

গুঞ্জন আছে, মোস্তাফিজুর রহমানকেও বিশ্রাম দেওয়া হতে পারে। যদি তা চূড়ান্ত হয়, তার জায়গায় পেসার হাসান মাহমুদ স্কোয়াডে ডাক পেতে পারেন। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইনজুরিতে পড়া শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহান ইতোমধ্যেই সেরে উঠেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ–আয়ারল্যান্ড তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজ ২৭, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর মাঠে গড়াবে। সিরিজের সবগুলো ম্যাচই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে।


সর্বশেষ সংবাদ