সুখবর পেলেন মোস্তাফিজ-রিশাদরা

বাংলাদেশ দল
বাংলাদেশ দল  © সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশের বেশ ক’জন ক্রিকেটারের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। এর মধ্যে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়েছেন টপ-অর্ডার ব্যাটার পারভেজ ইমন। এ ছাড়া পাঁচ ধাপ এগিয়েছেন তাওহীদ হৃদয়।

বোলিং র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে সেরা আটে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। এ ছাড়া ডানহাতি অফ-স্পিনার শেখ মেহেদী তিন ধাপ এবং লেগ-স্পিনার রিশাদ হোসেন পাঁচ ধাপ এগিয়ে যথাক্রমে ১৪ ও ১৯তম অবস্থানে আছেন।

টি-টোয়েন্টির ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে দেশসেরা অবস্থানে আছেন আরেক ওপেনার তানজিদ তামিম। অবশ্য আয়ারল্যান্ড সিরিজ শেষে এক ধাপ পিছিয়ে ১৯তম অবস্থানে আছেন তিনি। তার মতোই দুই ধাপ পিছিয়ে ৪৪তমস্থানে আছেন লিটন দাস।

টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে ভারতের ব্যাটার অভিষেক শর্মা। দুইয়ে আছেন ইংল্যান্ডের ফিল সল্ট। অন্যদিকে বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতের বরুণ চক্রবর্তী। দুইয়ে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। এ ছাড়া অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন পাকিস্তানের সাঈম আইয়ূব। দুইয়ে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। 


সর্বশেষ সংবাদ