২৭ নভেম্বর শুরু হচ্ছে চারদিনব্যাপী সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৮:২১ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৫, ০৮:২১ PM
আগামী ২৭ নভেম্বর ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হচ্ছে চার দিনের ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫’। এশিয়ার অন্যতম বৃহৎ এই আন্তর্জাতিক সিরামিক মেলার আয়োজন করছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)।
চতুর্থবারের মতো আয়োজিত এই মেলায় অংশ নিচ্ছে বিশ্বের ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠান ও ৩০০টি ব্র্যান্ড। মেলায় থাকছে কাঁচামাল, যন্ত্রপাতি, আধুনিক প্রযুক্তি, নতুন পণ্যের মোড়ক উন্মোচনসহ তিনটি সেমিনার, জব ফেয়ার, বিটুবি-বিটুসি মিটিং, লাইভ ডেমোনস্ট্রেশন, রাফেল ড্র এবং বিভিন্ন আকর্ষণীয় আয়োজন। উপস্থিত থাকবেন প্রায় ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও বায়ার।
শনিবার (২৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিসিএমইএ প্রেসিডেন্ট মইনুল ইসলাম। ফেয়ার কমিটির চেয়ারম্যান ও বিসিএমইএ’র জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দীনসহ সংগঠনের অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
বিসিএমইএ প্রেসিডেন্ট মইনুল ইসলাম বলেন, দেশে বর্তমানে সিরামিক টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যারের ৭০টিরও বেশি শিল্পকারখানা রয়েছে। স্থানীয় বাজারে এই খাতের বার্ষিক বিক্রি প্রায় ৮ হাজার কোটি টাকা। গত দশ বছরে সিরামিক খাতে উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে প্রায় ১৫০ শতাংশ। বর্তমানে ৫০টিরও বেশি দেশে রপ্তানি থেকে বছরে আসে প্রায় ৫০০ কোটি টাকা। এ খাতে বিনিয়োগের পরিমাণ ১৮ হাজার কোটি টাকার বেশি, কর্মসংস্থান রয়েছে প্রায় পাঁচ লাখ মানুষের।
ফেয়ার কমিটির চেয়ারম্যান ইরফান উদ্দীন বলেন, উন্নতমান ও আকর্ষণীয় ডিজাইনের কারণে বিশ্ববাজারে বাংলাদেশের সিরামিক পণ্যের চাহিদা বাড়ছে। নতুন বাজারও তৈরি হচ্ছে প্রতিনিয়ত। সিরামিক এক্সপো বাংলাদেশ দেশের সবচেয়ে বড় এবং এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী, যেখানে নির্মাতারা নতুন প্রযুক্তি ও দক্ষতা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
তিনি আরও বলেন, অটোমেশন, ডিজিটাল প্রিন্টিং, রোবোটিক হ্যান্ডলিং ও উন্নত প্রোডাকশন লাইন ব্যবহারের ফলে সিরামিক শিল্পের ভবিষ্যৎ আরও দ্রুত, নির্ভুল ও সাশ্রয়ী হবে। স্মার্ট টাইলস ও সেন্সর ইন্টিগ্রেটেড পণ্যের চাহিদা বাড়ছে, যার ছোঁয়া বাংলাদেশের বাজারেও পড়বে।
চারদিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলার প্রিন্সিপাল স্পন্সর শেলটেক সিরামিকস, প্লাটিনাম স্পন্সর ডিবিএল সিরামিকস, আকিজ সিরামিকস ও মেঘনা সিরামিক। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে মীর সিরামিক, আবুল খায়ের সিরামিক, এইচএলটি ডিএলটি এবং সাকমি।