ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সেই পুরোনো ছক আইসিসির

ভারত-পাকিস্তান ম্যাচ
ভারত-পাকিস্তান ম্যাচ   © সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বৈশ্বিক এই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি ঘোষণার আগেই জানা গেল, দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত–পাকিস্তানকে এবারও একই গ্রুপে রাখা হয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে হবে। 


এদিকে গত এশিয়া কাপে খেলোয়াড়দের হাত না মিলানো, ট্রফি বিতর্কের পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে দল দুটি। ভারত-পাকিস্তান ছাড়াও স্বাগতিকদের এই গ্রুপে যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস রয়েছে। 

জানা গেছে, ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে খেলবে নামিবিয়ার সঙ্গে। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে পাকিস্তান নিজেদের সব ম্যাচ কলম্বো ও ক্যান্ডিতে খেলবে। 

এদিকে এবারের বিশ্বকাপেও ২০ দলকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার এইটে যাবে। আর ৮ দলকে ফের দুই গ্রুপে ভাগ করা হবে। সেখান থেকে প্রতিটি গ্রুপের সেরা দুটি দল সেমিফাইনাল খেলবে।

ভারত সুপার এইটে উঠলে তাদের ম্যাচগুলো আহমেদাবাদ, চেন্নাই ও কলকাতায় অনুষ্ঠিত হবে। আর সেমিফাইনাল গড়াবে মুম্বাইয়ে।

পরিকল্পনা অনুযায়ী, ফাইনাল আহমেদাবাদেই হবে। তবে পাকিস্তান ফাইনালে উঠলে ভেন্যু পরিবর্তন করে কলম্বোতে নেওয়ার সম্ভাবনা থাকছে।

উল্লেখ্য, সর্বশেষ আসরে ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।


সর্বশেষ সংবাদ