মাহমুদুল হাসান জয় © সংগৃহীত
সময়টা ২০২২ সালের ২ এপ্রিল, দিনের হিসেবে আজ থেকে প্রায় ১ হাজার ৩১৯ দিন আগে। ডারবানে ক্যারিয়ারের তৃতীয় টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মাহমুদুল হাসান জয়। এরপর থেকে তিন অঙ্কের মুখ দেখেনি এই ওপেনারের ব্যাট। এবার সাড়ে ৩ বছর পেরিয়ে হাসল তার ব্যাট। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন এই ওপেনার।
চা-বিরতিতে যাওয়ার আগেই সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন জয়। ৯৪ রানে অপরাজিত থেকে চা পানের বিরতিতে যান এই ওপেনার। বিরতি থেকে ফেরার পর কোনো ভুল না করেই প্রত্যাশিত সেঞ্চুরির ছুঁয়ে ফেলেন তিনি। অভিষিক্ত নেইলের বাউন্সারে থার্ড ম্যান অঞ্চলে বাউন্ডারি হাঁকিয়ে ১৯০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। দেশের মাটিতে এটি তার প্রথম শতক।
এর আগে, জয়ের সঙ্গে দেশের টেস্ট ইতিহাসে চতুর্থ সেরা ওপেনিং জুটি গড়ে সাজঘরে ফেরেন সাদমান। আইরিশ বাঁ-হাতি স্পিনার হামপ্রিসের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। ১০৪ বলে ৯ চার আর ১ ছক্কায় ৮০ রানে সাদমান ফেরায় ১৬৮ রানে ভাঙে ওপেনিং জুটি।
এরও আগে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিন শুরু করা আয়ারল্যান্ডকে সকাল সকালই গুটিয়ে দেয় স্বাগতিকরা। এদিন মাত্র ১৪ বল খেলতে পেরেছিল সফরকারীরা। এতে ৯২ দশমিক ২ ওভারে ২৮৬ রানে থামে আইরিশদের ইনিংস। আইরিশদের বাকি দুই উইকেট তুলে নেন তাইজুল ও হাসান।
তাইজুলের লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন ৬০ বলে ৩০ রান করা জর্ডান নেইল। এ ছাড়া হাসান মাহমুদের বলে ৩১ রান করা ব্যারি ম্যাকার্থি বোল্ড হওয়ায় থামে আইরিশদের প্রথম ইনিংস।