মুশফিকের আরেকটি সেঞ্চুরি, আরেকবার বুনো উল্লাস

মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম   © সংগৃহীত

ঢাকা বিভাগের বিপক্ষে চলমান এনসিএলে সেঞ্চুরির দেখা পেয়েছেন সিলেটের মুশফিকুর রহিম। তৃতীয় দিন ৯৩ রানে অপরাজিত থাকা মুশফিক আজ পৌঁছান কাঙ্ক্ষিত তিন অঙ্কে। 

ম্যাজিক এই ফিগার ছুঁয়ে তার উদযাপনও ছিল নজরকাড়া। এনামুল হকের বলে বাউন্ডারি হাঁকিয়ে মুষ্টিবদ্ধ হাতে হুঙ্কার ছোঁড়ার পাশাপাশি আগুনে চোখে বোলারদের দিকে তাকিয়েও থাকেন তিনি। অবশ্য, মুশির এমন তীব্র উদযাপন ভক্তদের কাছে নতুন নয়, তবু জাতীয় লিগে তা আবারও আলোচনায় আনলো তাকে।

সবকিছু ঠিক থাকলে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন মুশফিক। সেই মাইলফলকের আগে জাতীয় লিগেই দারুণ ফর্মে আছেন উইকেটকিপার এই ব্যাটার।

সোমবার (৩ নভেম্বর) দিন শেষে ৭ উইকেটে ২৬০ রান তুলে ৫০ রানে পিছিয়ে ছিল সিলেট বিভাগ। প্রথম ইনিংসে ঢাকা বিভাগ সব উইকেট হারিয়ে করেছিল ৩১০ রান। আজ সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যাট হাতে নেমেই চাপে পড়ে সিলেট। দিনের দ্বিতীয় ওভারেই এবাদত হোসেন আউট হন, পরের ওভারেই ফেরেন দশে নামা খালেদ আহমেদ।

আরও পড়ুন : যে কারণে জাতীয় দলে রাজ্জাক-আশরাফুলের অন্তর্ভুক্তি

শেষ ব্যাটারের সঙ্গে ৯৬ রানে অপরাজিত মুশফিক এনামুলের দ্বিতীয় বল স্কুপ করে বাউন্ডারি মেরে পূর্ণ করেন সেঞ্চুরি। এরপরই আগ্রাসী উদযাপন। আগের দিন এনামুলের বাউন্সারে হেলমেটে আঘাত পেয়েছিলেন মুশফিক, হয়তো সেই ঘটনারই জবাব ছিল তার এই উদযাপনে।

শেষ পর্যন্ত ৮ চার ও ২ ছক্কায় ২০৫ বলে ১১৫ রানে আউট হন মুশফিক। এতে সিলেটের ইনিংসও শেষ হয় ২৯০ রানে। আর ২০ রানের লিড পেয়ে যায় ঢাকা।


সর্বশেষ সংবাদ