সেঞ্চুরির স্বপ্ন নিয়ে দিন শেষ মুশফিকের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৮:২৬ PM
সেঞ্চুরির স্বপ্ন নিয়ে জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষ করেছেন সিলেট বিভাগের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ঢাকা বিভাগের বিপক্ষে তৃতীয় দিন শেষে ৯৩ রানে অপরাজিত মুশি। এতে দিন শেষে ৭ উইকেটে ২৬০ রান তুলেছে সিলেট। ৩ উইকেট হাতে নিয়ে এখনও ৫০ রানে পিছিয়ে তারা। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩১০ রান করে ঢাকা বিভাগ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ৩৩ রান করেছিল সিলেট।
তৃতীয় দিন দলীয় ৭১ রানে প্রথম উইকেট হারায় সিলেট। ৫ চারে ৪৩ রানে আউট হন ওপেনার ও অধিনায়ক জাকির হাসান।
প্রথম উইকেট পতনের পর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারায় সিলেট। এতে ১১৮ রানের মধ্যে পাঁচ ব্যাটার সাজঘরে ফেরেন। সৈকত আলি ২৭, অমিত হাসান ৩, মিজানুর রহমান সায়েম ১২ ও আসাদুল্লাহ গালিব ১৩ রান করেন।
পঞ্চম উইকেটে ঢাকা বিভাগের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন মুশফিক ও শাহানুর রহমান। শতরানের জুটি গড়েন তারা। জুটিতে ৮৮ বলে ৩০ রান যোগ করে পেসার রিপন মন্ডলের শিকার হন শাহানুর। এরপর তোফায়েল আহমেদের ৩৪ বলে ২৭ রানে আড়াইশ পার করে সিলেট।
হাফ-সেঞ্চুরি তুলে সেঞ্চুরির আশা জাগান জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিক। দিন শেষে ৯৩ রানে অপরাজিত তিনি। ১৭০ বল খেলে ৪ চার ও ২ ছক্কা মারেন মুশি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯তম সেঞ্চুরির জন্য মঙ্গলবার (৪ নভেম্বর) মাঠে নামবেন জাতীয় দলের হয়ে ৯৮ টেস্ট খেলা মুশফিক।
ঢাকা বিভাগের রিপন-নাজমুল ও এনামুল দুটি করে উইকেট নন।