ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হচ্ছে মাহিদুলের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০১:০৪ PM
ওয়ানডেতে অভিষেক হচ্ছে মাহিদুল ইসলামের। মাঠে তাঁকে ক্যাপ পরিয়ে দিয়েছেন সাইফ হাসান। এর আগে জাতীয় দলের হয়ে একটি টেস্ট খেলেছেন মাহিদুল। মিডল অর্ডারের সংকট কাটাতে তাঁকে এই সিরিজের দলে রাখা হয়। আজ একাদশেও সুযোগ পেলেন। দেশের হয়ে ওয়ানডে খেলা ১৫৪তম ক্রিকেটার তিনি।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। আজ শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর ১টা ৩০মিনিটে ম্যাচটি শুরু হবে।
দেশের ক্রিকেট ইতিহাসে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ। সাম্প্রতি আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে মেহেদী মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতে হারের দেখা পেয়েছে দল। হার সর্বশেষ চারটি সিরিজেই।
এ অবস্থা থেকে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মারিয়া টিম বাংলাদেশ। যথারীতি ম্যাচের আগে আলোচনা হচ্ছে বাংলাদেশের একাদশ নিয়ে। মিডল অডার শক্তিশালী করার জন্য মাহিদুল ইসলামকে দলে নেয়া হয়েছে।