ব্যর্থতার বৃত্ত ভাঙতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

শাই হোপ ও মেহেদী মিরাজ
শাই হোপ ও মেহেদী মিরাজ  © সংগৃহীত ছবি

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে দুপুর ১টা ৩০মিনিটে ম্যাচটি শুরু হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

দেশের ক্রিকেট ইতিহাসে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ। সাম্প্রতি আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে মেহেদী মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ।

সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতে হারের দেখা পেয়েছে দল। হার সর্বশেষ চারটি সিরিজেই। ‘প্রিয়’ সংস্করণ ওয়ানডেতেই এখন বাংলাদেশ দলের সবচেয়ে বাজে অবস্থা। মাস ছয়েক আগেই বার্ষিক হালনাগাদের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশে নেমে যায় বাংলাদেশ। ২০০৬ সালের পর যা বাংলাদেশের এই সংস্করণে সর্বনিম্ন অবস্থান। এর পর থেকে দশেই আছে বাংলাদেশ। তাতে ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কি না, সেই প্রশ্ন উঠে গেছে।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও বাজে ফর্মে আছে। তারা সম্প্রতি আরব আমিরাতে নেপালের কাছে সিরিজ হেরেছে। এর আগে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে সিরিজে হেরেছে। দলটি ভারতের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে।

বাজে ফর্মে থাকা দুই দল আজকে চাইবে ব্যর্থতার বৃত্ত ভেঙে জয়ের দেখা পেতে। তবে ঘরে মাঠে বাংলাদেশ এই ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে।

ক্যারিবীয়দের সঙ্গে আছে ইতিবাচক স্মৃতি। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী, জিম্বাবুয়ের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজই একমাত্র টেস্ট খেলুড়ে দেশ, যাদের বিরুদ্ধে বাংলাদেশ নিয়মিতভাবে ওয়ানডেতে জয় পেয়ে এসেছে। দুই দলের ৪৭টি ওয়ানডে ম্যাচের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জয়ী ২৪টি, বাংলাদেশ জয়ী ২১টি, এবং ২টি পরিত্যক্ত হয়েছে।

 


সর্বশেষ সংবাদ