জাকেরকে নিয়ে বর্ণবাদী মন্তব্যে বিরক্ত বাংলাদেশ কোচ

১৭ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ PM
জাকের আলী

জাকের আলী © সংগৃহীত

আফগানিস্তানের কাছে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হবার পর দেশে ফিরেও তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ শেষে দেশে ফেরার সময় সমর্থকেরা দুয়ো দিয়েছে তাদের। ক্রিকেটারদের লক্ষ্যে করে বিমানবন্দরে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিয়েছে সমর্থকেরা।  

পরে এ নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘ঘৃণা নয়, ভালোবাসা চাই’ বলে পোস্ট দেন জাতীয় দলের ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম। তাঁর এ পোস্টের প্রতিক্রিয়ায় বিরূপ মন্তব্য আসে প্রচুর। এসব নিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে কি না, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সিরিজ–পূর্ব সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ দলের প্রধান কোচ সিমন্সের কাছে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের কোচ সিমন্স ক্রিকেটারদের প্রতি বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়দের কিছু লেখার সঙ্গে আমি একমত নই। ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা এবং সেখানে কিছু বলাটা আপনার অধিকার। কিন্তু বাংলাদেশ জাতীয় দলে খেলা একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে, আমার খেলোয়াড়দের ওখানে কিছু লেখা উচিত না।’

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্যেরও পক্ষে নন সিমন্স। তিনি নিজেই টানলেন আরও একটি প্রসঙ্গও। স্বাভাবিক সমালোচনা তো আছেই, ক্রিকেটারদের প্রতি বর্ণবাদী মন্তব্যেও বিরক্ত সিমন্স। 

এ নিয়ে কথা বলতে গিয়ে সিমন্স সামনে এনেছেন জাতীয় দলের উইকেটকিপার–ব্যাটসম্যান জাকের আলী প্রসঙ্গ, ‘আমি আরও একটা জিনিস বলব, আমি মনে করি না খেলোয়াড়দের কিছু নিয়ে বর্ণবিদ্বেষের কোনো সুর আনাটা ভালো বিষয়। আপনি কোন জায়গার, আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু এসব ঠিক না। আমি খুবই বিরক্ত জাকের আলীকে নিয়ে এমন (বর্ণবৈষম্যমূলক) মন্তব্যে। এটা ভালো কিছু না। কিন্তু আমি চাই না আমার খেলোয়াড়েরা সামাজিক যোগাযোগমাধ্যমে জবাব দিক।’

সমালোচনার জবাবটা সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, খেলার মাঠেই ক্রিকেটাররা দিক—এমন চাওয়া সিমন্সের। সেই সুযোগটা তাঁরা পাচ্ছেন আগামীকালই। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার টাটকা স্মৃতি ভুলতে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। বেলা ১টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, কর্মস্থল ঢাকা
  • ১৫ জানুয়ারি ২০২৬
পরিচালক নাজমুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল বিস…
  • ১৫ জানুয়ারি ২০২৬
ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই চালক গুরুতর আহত
  • ১৫ জানুয়ারি ২০২৬
১১ দলীয় জোট ভেঙে হচ্ছে ১০ দলের জোট?
  • ১৫ জানুয়ারি ২০২৬
র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • ১৫ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9