সুখবর পেলেন তামিম, দুঃসংবাদ লিটনের

তামিম-লিটন
তামিম-লিটন   © সংগৃহীত

এশিয়া কাপের ১৭তম আসরে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জয়ের অন্যতম নায়ক তানজিদ হাসান তামিম। সাইফ হাসানের সঙ্গে ওপেনিংয়ে ৪০ বলে ৬৩ রানের দুর্দান্ত এক জুটি গড়েছিলেন। এছাড়া নিজের ইনিংসের প্রথম ছক্কা হাঁকিয়েই রেকর্ডবুকে নাম তোলেন। এরপর ফিফটিও ছুঁয়েছেন।

মূলত আফগানদের প্রথম ছক্কা হাঁকানোর পরই এক পঞ্জিকাবর্ষে দেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড নিজের করে নেন তামিম। চলতি বছর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ২৬টি ছক্কা তার। চলতি বছরই ২৩টি ছক্কা নিয়ে দুইয়ে পারভেজ ইমন।

এবার এমন ব্যাটিংয়ের পুরস্কারও হাতেনাতেই পেলেন বাঁহাতি এই ওপেনার। আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন তিনি। র‌্যাঙ্কিংয়ে ৩৫তমস্থানে উঠে এসেছেন তিনি।

তবে এশিয়া কাপের এবারের আসরে শুরুটা মোটেই ভালো হয়নি তামিমের। হংকংয়ের বিপক্ষে ১৮ বলে ১৪ রান করলেও শ্রীলঙ্কার বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি। তবে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের সপ্তম টি-টোয়েন্টি হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন।

তামিমের মতো জাকের আলি অনিকেরও ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ৩ ধাপ এগিয়ে সাহিবজাদা ফারহান ও রিচি বেরিংটনের সঙ্গে যৌথভাবে ৫৭তমস্থানে রয়েছেন উইকেটকিপার এই ব্যাটার।  

অন্যদের মধ্যে লিটন দাস ও পারভেজ হোসেন ইমনের অবনতি হয়েছে। হংকংয়ের বিপক্ষে ৫৯ রান করলেও শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ ও আফগানদের বিপক্ষে ৯ রান করেন লিটন। এতে একধাপ পিছিয়ে ৪২তম স্থানে নেমে গেছেন টাইগার দলপতি।

এছাড়া হংকংয়ের বিপক্ষে ১৯ রান করলেও শ্রীলঙ্কার বিপক্ষে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন এই ওপেনার। এতে ৮ ধাপ পিছিয়ে বর্তমানে ৭৫ নম্বরে আছেন তিনি।


সর্বশেষ সংবাদ