পিসিবির দাবি প্রত্যাখ্যান আইসিসির, ম্যাচ বর্জন করবে পাকিস্তান?
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ PM
ভারত-পাকিস্তান ম্যাচে ‘হ্যান্ডশেক বিতর্কে’ আলোচনার কেন্দ্রবিন্দুতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ তুলেছিল, অধিনায়ক সালমান আলি আগাকে ইচ্ছে করেই টসের সময় সূর্যকূমার যাদবের সঙ্গে হাত মেলাতে দেননি অ্যান্ডি পাইক্রফট।
এ নিয়ে পাইক্রফটকে সরানোর দাবিও জানায় পিসিবি। তবে, সরাসরি সেই দাবি নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি জানিয়েছে, ম্যাচ রেফারি হিসেবে পাইক্রফটই থাকবেন। এক প্রতিবেদনে এমনটাই জানায় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
যদিও এ নিয়ে এখনও অফিসিয়ালি কোনো বিবৃতি দেয়নি আইসিসি। তবে ক্রিকবাজের প্রতিবেদন বলছে, পিসিবিকে ইতোমধ্যেই চিঠি দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি।
গেল রবিবার পরাজয়ের পর সৌজন্যমূলক হ্যান্ডশেকের জন্য মাঠেই ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু ভারতের খেলোয়াড়-স্টাফরা মাঠে তো নামেনইনি, উল্টো ড্রেসিংরুমের দরজাও বন্ধ করে দেন, যাতে পাকিস্তানের কেউ অভিনন্দন জানাতে না আসতে পারেন।
তবে ম্যাচে টসের সময়ও করমর্দন না করা নিয়ে তৈরি হয় বিতর্ক। পিসিবির অভিযোগ, রেফারি পাইক্রফট নাকি সালমান আলিকে সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে বারণ করেছিলেন। যদিও আইসিসি জানায়, এ ঘটনার সঙ্গে পাইক্রফটের কোনো স্বাধীন ভূমিকা ছিল না। বরং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) কর্মকর্তারাই পাইক্রফটকে বিষয়টি জানিয়েছিলেন। আর তিনিও সেই বার্তাটি পাকিস্তান অধিনায়কের কাছে পৌঁছে দেন।
এদিকে পিসিবি এ-ও হুমকি দিয়েছিল, পাইক্রফটকে না সরালে সংযুক্ত আরব আমিরাত ম্যাচে খেলতে নামবে না পাকিস্তান। তবে ওই ম্যাচেও ম্যাচ রেফারি হিসেবে থাকছেন পাইক্রফটই। আইসিসির সিদ্ধান্তের বিষয়টি প্রকাশ্যে এলেও পিসিবির দাবি, এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি বা বার্তা পায়নি তারা।
অন্যদিকে ম্যাচ শেষের প্রায় ৪৮ ঘণ্টা পর প্রতিক্রিয়া জানিয়েছে বিসিসিআই। অফিসিয়াল কোনো বিবৃতি না দিলেও সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সূর্যকুমাররা যা করেছেন, তা ভুল কিছু নয়।
ওই কর্মকর্তার ভাষ্যমতে, “দেখুন, ক্রিকেটের নিয়মে খেলা শেষে প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক নিয়ে কিছু লেখা নেই। সাধারণত সম্মান জানাতে দু’দলের ক্রিকেটাররা হাত মেলান। বিশ্বজুড়ে সেটাই দেখা যায়। কিন্তু এর তো কোনও নিয়ম নেই। তাহলে পাকিস্তান কোন ভিত্তিতে অভিযোগ করছে।”
তিনি এ-ও জানিয়েছেন, “যদি কোনও নিয়মই না থাকে তাহলে সূর্যরা একদম ঠিক করেছে। যে দেশের সঙ্গে আমাদের এত খারাপ সম্পর্ক, যে দেশ সব সময় আমাদের খারাপ চেয়েছে তাদের সঙ্গে হাত কেন মেলাব। কোনও রকম সম্পর্ক রাখব না। সূচি অনুযায়ী ভারত খেলেছে। তার বেশি কোনও সম্মান দেখানো হবে না।”