বাংলাদেশ ম্যাচের আগে দুঃসংবাদ পেল আফগানিস্তান

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ PM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ PM
আফগানিস্তান দল

আফগানিস্তান দল © সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। তবে হাইভোল্টেজ এই ম্যাচের আগে দুঃসংবাদ পেল রশিদ খানের দল। চোটের কারণে এবারের আসর থেকেই ছিটকে গেছেন পেসার নাভিন-উল-হক।

অবশ্য, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে হংকংয়ের বিপক্ষেও একাদশে ছিলেন না নাভিন। তার পরিবর্তে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত আব্দুল্লাহ আহমাদজাইকে দল নিয়েছে আফগানিস্তান। 

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এসিবি জানিয়েছে, আফগানিস্তানের পেসার নাভিন-উল-হক এশিয়া কাপের এবারের আসর থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে আব্দুল্লাহ আহমাদজাইকে দলে নিয়েছে আফগানরা।

এসিবি আরও জানায়, এখনো চোট থেকে সেরে ওঠেননি নাভিন এবং এসিবির মেডিকেল টিমও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তাকে খেলাতে ফিট ঘোষণা করেনি। তাই ফিট হওয়ার আগপর্যন্ত চোট পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি।

গ্রুপ অব ডেথ খ্যাত ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিল এরই মধ্যে জমে ক্ষীর! ইতোমধ্যেই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ ও হংকং। তবে এখনো জয়ের বন্দরে নোঙ্গর করতে পারেনি হংকং। আর একটি জয় পেলেও নেট রানরেটে পিছিয়ে টেবিলের তিনে লিটন দাসের দল।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তান ও শ্রীলঙ্কা দুই দলই জয় পেয়েছে। সুপার ফোরের দৌঁড়েও বেশ এগিয়ে আফগান ও লঙ্কানরা। তবে এখানেও আছে যদি কিন্তুর সমীকরণ।

মূলত নিজেদের সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে সুপার ফোর সমীকরণ কঠিন করে ফেলেছে বাংলাদেশ। তবে এখনো সুযোগ আছে লাল-সবুজের প্রতিনিধিদের। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচে জিতলেই সুপার ফোরের আশা জিইয়ে থাকবে তামিম-ইমনদের। একইসঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার জয়ের প্রত্যাশাও করতে হবে। 

‘নির্বাচনে লস হবে এনসিপির, এমনকি নাহিদ ইসলাম রিস্কে পড়ে গেল’
  • ১৬ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনের পর ৫০তম বিসিএস পরীক্ষার দাবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
বেতন কাঠামোতে শিক্ষকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হলে শিক্ষাব্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বুয়েটে অনুষ্ঠিত হলো ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
  • ১৬ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার পক্ষে কথা বলার মানুষ পাওয়া যেত না
  • ১৬ জানুয়ারি ২০২৬
দশ দেশের সেরা স্কলারশিপ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9