এশিয়া কাপ: জমে উঠেছে সুপার ফোরের লড়াই

শিরোপার সামনে ৮ দলের অধিনায়ক
শিরোপার সামনে ৮ দলের অধিনায়ক  © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে চলছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ। গেল ৯ সেপ্টেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের ১৭তম আসরের পর্দা নামবে ২৮ সেপ্টেম্বর। অবশ্য, ইতোমধ্যেই বেশিরভাগ দলই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। সবমিলিয়ে জমজমাট পয়েন্ট টেবিল। ‘এ’ গ্রুপে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ভারত। দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে ম্যাচ ইন ব্লু'রা। সহজ করে বললে, সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে টিম ইন্ডিয়া। সমান ম্যাচে এক জয় ও এক হারে টেবিলের দুইয়ে পাকিস্তান। 

এই গ্রুপের অন্য দুই দল ওমান ও সংযুক্ত আরব আমিরাত। তবে একটি করে ম্যাচ খেললেও এখনো জয়ের স্বাদ নিতে পারেনি দল দুটি। প্রথম জয়ের স্বাদ নিতে আজ (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় মুখোমুখি হচ্ছে তারা। সেই হিসেবে বড় কোনো অঘটন না ঘটলে এই গ্রুপ থেকে ভারত ও পাকিস্তানই সুপার ফোরে জায়গা পেতে যাচ্ছে। 

এদিকে, গ্রুপ অব ডেথ খ্যাত ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিল এরই মধ্যে জমে ক্ষীর! ইতোমধ্যেই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ ও হংকং। তবে এখনো জয়ের বন্দরে নোঙ্গর করতে পারেনি হংকং। আর একটি জয় পেলেও নেট রানরেটে পিছিয়ে টেবিলের তিনে লিটন দাসের দল।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তান ও শ্রীলঙ্কা দুই দলই জয় পেয়েছে। সুপার ফোরের দৌঁড়েও বেশ এগিয়ে আফগান ও লঙ্কানরা। তবে এখানেও থাকছে যদি কিন্তুর সমীকরণ।

যদিও নিজেদের সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে সুপার ফোর সমীকরণ কঠিন করে ফেলেছে বাংলাদেশ। তবে এখনো সুযোগ আছে লাল-সবুজের প্রতিনিধিদের। আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাঁচা মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচে জিতলেই সুপার ফোরের আশা জিইয়ে থাকবে তামিম-ইমনদের। একইসঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার জয়ের প্রত্যাশাও করতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence