সুপার ফোরে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

বাংলাদেশ দল
বাংলাদেশ দল  © সংগৃহীত

টানা তিন সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে এশিয়া কাপ অভিযানে নেমেছিল বাংলাদেশ। হংকংকে হারিয়ে দারুণ শুরু পেলেও শ্রীলঙ্কার কাছে পরাজয়ের কঠোর বাস্তবতা দেখে টাইগাররা। শুরু থেকেই লঙ্কানদের সামনে মুখ থুবড়ে পড়া টপ-অর্ডার নিজেদের মনোবল ধারাবাহিক রাখতে পারেনি। এতে লাল-সবুজের সুপার ফোরের সমীকরণটাও বেশ কঠিন।

এই মুহূর্তে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে বাংলাদেশ। অন্যদিকে এক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে আফগানিস্তান, দুইয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্টও ২। নেট রানরেটে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে আফগান ও লঙ্কানরা।

সহজ হিসেবে, পরবর্তী ম্যাচে আফগানিস্তানকে হারানো ছাড়া বাংলাদেশের আর কোনো বিকল্প নেই। একইসঙ্গে শ্রীলঙ্কারও আফগানদের পরাজিত করার আশা রাখতে হবে। তখন ২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করবে রশিদ-নবিরা। এতেই সুপার ফোরের টিকিটের জন্য লড়াইয়ে টিকে থাকা সম্ভব হবে। যার অর্থ, ৬ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কার সঙ্গে সুপার ফোরে পৌঁছে যাবে টাইগাররা।

তবে আফগানদের কাছে হেরে গেলে বাংলাদেশের সুপার ফোরে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে যাবে। তখন অন্য ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। সেক্ষেত্রে হংকং ও আফগানিস্তান যদি লঙ্কানদের হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কার পয়েন্ট হবে ২। এরপর নেট রানরেটে এগিয়ে থাকা দল যাবে সুপার ফোরে।   

আগামী ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের কঠিন পরীক্ষা, যার রঙ পরবর্তী ভাগ্য নির্ধারণ করবে। এর আগে ১৫ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। সবমিলিয়ে, বাংলাদেশের সামনে শেষ ম্যাচে বিশাল জয়ের বিকল্প নেই। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, এখন লাল-সবুজের ঘাঁটিতে।


সর্বশেষ সংবাদ