‘ডু অর ডাই’ ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ PM
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মিশনে পাড়ি জমানোর আগে বড় স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। কিন্তু কেবল মুখেই বড় বড় বুলি ফুটিয়েছে টাইগাররা, মাঠের পারফরম্যান্সে রীতিমত নাকানি-চুবানি খাচ্ছে লিটন বাহিনী। হংকংয়ের বিপক্ষে প্রত্যাশিত জয় পেলেও লাল-সবুজের সমর্থকদের চোখ জুড়ানো পারফরম্যান্স আসেনি।
শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের আসল চিত্র দেখায় লিটন দাসের দল। লঙ্কানদের বিপক্ষে ন্যূনতম লড়াইও করতে পারেনি তারা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; তিন বিভাগেই ভরাডুবি হয়ে বাংলাদেশের। এতে এশিয়া কাপের সুপার ফোরের সমীকরণও জটিল হয়ে গেছে।
এবার ‘ডু অর ডাই’ ম্যাচে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
অবশ্য, হাইভোল্টেজ এই ম্যাচে কেবল জিতলেই হবে না, সেই সঙ্গে নেট রানরেটও বাড়িয়ে নিতে হবে। সবমিলিয়ে বাঁচা-মরার এই লড়াইয়ের আগে আলোচনায় লাল-সবুজের একাদশ।
শ্রীলঙ্কার বিপক্ষে-ও ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তাওহীদ হৃদয়, যে কারণে তার জায়গায় সাইফ হাসান একাদশে সুযোগ পেতে পারেন। এছাড়া মেহেদীর জায়গায় নাসুমকে দেখা যেতে পারে। একইসঙ্গে বিশ্রাম কাটিয়ে একাদশে ফেরার অপেক্ষায় তাসকিন, সেক্ষেত্রে শরিফুল বাদ পড়তে পারেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়/সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান/নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: সেদিকুল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, আজমতউল্লাহ, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, গজনফর, ফজল-হক ফারুকি।