বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট কাল শুরু, একাদশে তিন স্পিনার—মিরাজ কি খেলবেন?
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৯:১৮ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৯:০৪ PM

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে। মঙ্গলবার (২৫ জুন) গলে মাঠে গড়াচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়।
গলের উইকেট ঐতিহাসিকভাবে স্পিন সহায়ক। এখানকার পরিবেশ ও পিচ স্পিনারদের বাড়তি সুবিধা দিয়ে থাকে। ফলে বাংলাদেশ একাদশে তিনজন স্পিনার খেলানোর সম্ভাবনা জোরালো। সেই ক্ষেত্রে দেখা যেতে পারে তিন স্পিনার ও এক পেসার কিংবা দুই স্পিনার ও দুই পেসার কম্বিনেশন।
তবে গলের পিচ ব্যাটারদের পক্ষেও কথা বলে, সেটির নজির পাওয়া গেছে সাম্প্রতিক অতীতেও। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচে দেখা গেছে ৬০০ রানের ইনিংস। ফলে বোলিং আক্রমণ ভারসাম্যপূর্ণ করাটাই বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য।
পাঁচ দিনের ম্যাচে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী প্রতিদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক পেসার নিয়ে মাঠে নামলে ভারসাম্য হারানোর ঝুঁকিও থেকে যাচ্ছে। সুতরাং একাদশ সাজাতে হবে অনেক ভাবনা-পর্যালোচনার পর।
টেস্টে মেহেদী হাসান মিরাজ খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, “মিরাজ আগের চেয়ে ভালো আছে, তবে এখনও সে পর্যবেক্ষণে রয়েছে।” এ বিষয়ে প্রধান কোচ ফিল সিমন্সও বলেছিলেন, “শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করব।”
দলীয় সূত্র বলছে, গল টেস্টে মিরাজের খেলার সম্ভাবনা খুব বেশি নয়। তবে তা কোনো বড় অসুস্থতার কারণে নয়। ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত হননি তিনি—ছিলেন ভাইরাল জ্বরে। বর্তমানে সুস্থ হলেও প্রথম টেস্টের আগে দলের অনুশীলনে অংশ নেননি, যা তাকে নিয়ে অনিশ্চয়তার মূল কারণ। তবে মিরাজকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচ শুরুর আগেই, মঙ্গলবার সকালেই জানা যাবে মাঠে নামতে পারবেন কি না।
উল্লেখ্য, ২৫ জুন শুরু হওয়া প্রথম টেস্টের পর একই ভেন্যুতে ৩ জুলাই থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপর অনুষ্ঠিত হবে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ।