বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, ডাক পেলেন ৬ নতুন মুখ

১৫ জুন ২০২৫, ০৭:৪৩ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:২১ AM
সিরিজের প্রথম টেস্ট খেলে অবসরে যাবেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস

সিরিজের প্রথম টেস্ট খেলে অবসরে যাবেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস © ফাইল ফটো

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে রাখা হয়েছে ৬ জন নতুন মুখ। বাংলাদেশ সিরিজেও নেতৃত্ব দেবেন ধনাঞ্জয়া ডি সিলভা। সিরিজের প্রথম টেস্ট খেলে অবসরে যাবেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস।

শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ দল। টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে এই দুই দলের মাঠের লড়াই। আগামী মঙ্গলবার (১৭ জুন) থেমে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ২৫ জুন থেকে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে।

টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। আগামী ২, ৫ ও ৮ জুলাই অনুষ্ঠিত তিনটি একদিনের ম্যাচ। এরপর ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা।

কোনও আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ছয় ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। তারা হলেন লাহিরু উদারা, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পাভান রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে ও ইসিথা ভিজেসুন্দারা।

শ্রীলঙ্কা স্কোয়াড
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্ডো, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, ইশিতা বিজেসুন্দরা, পবন রত্নানায়েকে, থারিন্দু রত্ননায়েকে, আকিলা দনাঞ্জয়া, মিলন রত্ননায়েকে, প্রবাত জয়াসুরিয়া, আসিতা ফার্নান্ডো, কাসুন রাজিতা

ঝালকাঠিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রামের ৩ থানায় ওসি রদবদল: নতুন দায়িত্বে যারা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিসিবির ওপর সাকিবের দায় চাপানো নিয়ে মুখ খুললেন পরিচালক মিঠু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আজই শেষ হচ্ছে ক্যাভালরির সঙ্গে শমিতের চুক্তি, নতুন গন্তব্য …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জানাজায় খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনাকে দায়ী করে যা বলা হলো …
  • ৩১ ডিসেম্বর ২০২৫