যে কারণে শান্তকে সরিয়ে অধিনায়ক করা হয় মিরাজকে 

১২ জুন ২০২৫, ০৮:২০ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০১:২৮ PM
মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ © ফাইল ফটো

নাজমুল হোসেন শান্তকে সরিয়ে গত মাসে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। এবার ওয়ানডে নেতৃত্বও হারিয়েছেন শান্ত। তাঁর জায়গায় নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আপাতত ১ বছরের মেয়াদে অধিনায়ক করা হয়েছে মিরাজকে। আজ বৃহষ্পতিবার (১২ জুন) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশদ ব্যাখ্যা দিয়েছে অধিনায়কত্বের ব্যাটন বদলের।

শান্তর জায়গায় মিরাজকে ওয়ানডে অধিনায়ক করার ব্যাখ্যায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘বোর্ড মনে করেছে, ব্যাটে-বলে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, লড়াই করার তার যে সক্ষমতা, যেভাবে সে দলকে অনুপ্রাণিত করতে পারে, মাঠে ও মাঠের বাইরে তার উদ্যমী উপস্থিতি এই রূপান্তরকালীন সময়ে বাংলাদেশ ওয়ানডে দলকে নেতৃত্ব দিতে সে আদর্শ। আমরা বিশ্বাস করি তার মেজাজ এবং পরিণতবোধ এই সংস্করণে বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে।’ আর শান্তকে নিয়ে ফাহিম বলেছেন, ‘শান্তও লিডারশিপ গ্রুপে থাকবে। আমরা জানি তার ব্যাটিং কতটা গুরুত্বপূর্ণ আমার জন্য।’

আরও পড়ুন: ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক ঘোষণা

টেস্টে মিরাজ এরই মধ্যে শীর্ষ দুই অলরাউন্ডারের একজন হয়েছেন। ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও তিনি সেরা চারে আছেন। মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা আর সাকিব আল হাসানের পর মিরাজ ওয়ানডেতে ১০০ উইকেট ১ হাজার রানের কীর্তি গড়েছেন বাংলাদেশ ক্রিকেটে। গত বছর শান্তর অনুপস্থিতিতে চারটি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া মিরাজ প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পেলেন বাংলাদেশের হয়ে।

অধিনায়কত্ব পেয়ে মিরাজ বলেছেন, ‘বোর্ড আমাকে যে দায়িত্ব দিয়েছে, এটা অনেক বড় সম্মানের। যেকোনো ক্রিকেটারের কাছে দেশকে নেতৃত্ব দেওয়া একটা স্বপ্নের মতো। বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, আমি কৃতজ্ঞ। দলের ওপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারার সেই প্রতিভা ও বিশ্বাস আমাদের আছে। আমি চাই আত্মবিশ্বাসের সঙ্গে স্বাধীন ক্রিকেট খেলে দেশের সেরাটা দেব আমরা।’

 

গাজীপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০১ জানুয়ারি ২০২৬
২০২৬ সালে দুই মাসে ৭ ও ১০ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদ…
  • ০১ জানুয়ারি ২০২৬
টানা ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় মুখর শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০১ জানুয়ারি ২০২৬
রাজধানীর সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রসহ দুজনের
  • ০১ জানুয়ারি ২০২৬
মেয়ের বাড়ি বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধার
  • ০১ জানুয়ারি ২০২৬
অনেক মিডিয়া নতুন ঠিকানা খুঁজছে, জামায়াত আমিরের বৈঠকের সংবা…
  • ০১ জানুয়ারি ২০২৬