অবশেষে দলে মিরাজ, ছিটকে গেলেন সৌম্য

মিরাজ-সৌম্য
মিরাজ-সৌম্য   © সংগৃহীত

পিঠের চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি সৌম্য সরকার। এবার পাকিস্তান সফর থেকেও ছিটকে গেলেন এই ওপেনার। ডান পাশে নিচের অংশে ব্যথা অনুভব করায় গত এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বৃহস্পতিবার (২২ মে) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানান, “চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে যে সৌম্যর চোট সারাতে প্রায় ১০ থেকে ১২ দিন সময় লাগবে। ফলে আগামী সপ্তাহে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার খেলা সম্ভব হচ্ছে না।”

সৌম্যর অনুপস্থিতিতে দলে যুক্ত হয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২৭ বছর বয়সী এই ক্রিকেটার ইতোমধ্যে ২৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স দলের হয়ে খেলছেন। তার ফ্র্যাঞ্চাইজি দায়িত্ব শেষ হওয়ার পর তিনি লাহোরেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল। সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজের তিনটি ম্যাচ ২৮ মে, ৩০ মে এবং ১ জুন মাঠে গড়াবে। এর আগে ২৫ মে পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ । সিরিজের প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।


সর্বশেষ সংবাদ