আজও টস হারলেন লিটন, একাদশে মিরাজ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ   © সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতেও টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ও পাকিস্তানের বিপক্ষে শুরুর দুই ম্যাচেই টস হারলেন লিটন। 

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

সবশেষ টি-টোয়েন্টির ম্যাচের সেরা একাদশে এক পরিবর্তন এনে খেলতে নামছে সফরকারীরা। শেখ মেহেদীকে বাদ দিয়ে অলরাউন্ডার মেহেদী মিরাজকে নেওয়া হয়েছে। পাকিস্তানও একাদশে একটি পরিবর্তন এনেছে। ওপেনার ফখর জামানকে বসিয়ে শাহিবজাদা ফারহানকে একাদশে নিয়েছে দ্য গ্রিন ম্যানরা। 

প্রথম ম্যাচে হারের পর সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। আজ হেরে গেলে সিরিজ হাতছাড়া হবে লিটন দাসের দলের।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ:  সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, ফখর জামান।


সর্বশেষ সংবাদ