শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্কুলছাত্রের
- গাইবান্ধা প্রতিনিধি
- প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০০ PM
গাইবান্ধায় শিয়াল ধরার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে স্পর্শ লেগে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মালিবাড়ি মাঝিপাড়া গ্রামে ঘটে এ মর্মান্তিক ঘটনা।
নিহত আনন্দ কুমার (১৪) ওই গ্রামের কাজল কুমারের ছেলে এবং স্থানীয় লেংগা বাজার বামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয়দের বরাতে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মর্তুজ আলী বেপারি জানান, মাঝিপাড়া গ্রামে তারা মিয়ার একটি মুরগির খামার রয়েছে। খামারে প্রায়ই শিয়াল এসে ডিম খেয়ে ফেলত। এ কারণে তিনি খামারের চারপাশে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পেতে রাখেন।সকাল বেলায় স্কুলে যাওয়ার আগে খামারের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল আনন্দ। খামারের নিচে কয়েকটি ডিম পড়ে থাকতে দেখে কৌতূহলভরে তা আনতে যায়। মুহূর্তেই বিদ্যুতের তারে জড়িয়ে যায় তার শরীর। সবাই ছুটে এলেও ততক্ষণে প্রাণহীন হয়ে পড়ে থাকে আনন্দের দেহ।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য মর্তুজ আলী বেপারি বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এমন এক নিষ্ঠুর ফাঁদে একজন স্কুলছাত্রের প্রাণ চলে যাবে, এটা কল্পনাও করা যায় না।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।