ভোলায় নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে বাকপ্রতিবন্ধীর লাশ উদ্ধার
- ভোলা প্রতিনিধি
- প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৮:১৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM
ভোলার তজুমদ্দিন উপজেলায় নিখোঁজের চার দিন পর নিজ বাড়ির বাগানে থাকা পরিত্যক্ত একটি পুকুর থেকে বাকপ্রতিবন্ধী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির শরীরে হাত, পা, বুক ও চোখে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকালে তজুমদ্দিন থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত ব্যক্তি মো. কবির (৩৫) তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রতন ডুবাই বাড়ির বাসিন্দা এবং মৃত আবদুল মালেকের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন ও চার সন্তানের জনক। তার পরিবারে রয়েছেন বৃদ্ধা মা ও স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই (মঙ্গলবার) বিকেলে কবির বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বাকপ্রতিবন্ধী হওয়ায় তিনি কথা বলতে পারতেন না এবং ইশারার মাধ্যমে যোগাযোগ করতেন। তার মা বলেন, ‘আমার বোবা ছেলে কোথাও কিছু চাইতেও পারত না। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। আজ তাকে লাশ হয়ে ফিরতে হলো। আমি বিচার চাই—কারা এভাবে আমার ছেলেটাকে মেরে ফেলল।’
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোহাব্বত খান জানান, লাশ উদ্ধারের সময় শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।