ইরানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের
তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপসে আজ দ্বিতীয় সেশন ভালো কাটেনি বাংলাদেশের। কম্পাউন্ড নারী দলগত বিভাগে ব্রোঞ্জ পাওয়ার আশা থাকলেও শেষ দিকে ছন্দ হারিয়ে ফেলে স্বাগতিকরা। রোমাঞ্চকর লড়াইয়ের পর ইরানের কাছে ২২৭-২২৪ পয়েন্টে (৫৪-৫৬, ৫৮-৫৬, ৫৭-৫৭, ৫৫-৫৮) হেরেছে বাংলাদেশ। দলের বন্যা আক্তার, কুলসুম আক্তার ও পুষ্পিতা জামান হয়ে খেলেন।
- other-sports
- ১০ নভেম্বর ২০২৫ ২০:২০