হঠাৎ গোপনে ক্যাম্প ন্যুতে মেসি, ঘটনা কী?

১০ নভেম্বর ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৯:০৭ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

২০২১ সালে কান্নাভেজা চোখে বিদায় নিয়েছিলেন লিওনেল মেসি। বার্সেলোনার হৃদয়ভাঙা সেই মুহূর্ত যেন সময়কে স্থির করে দিয়েছিল ক্যাম্প ন্যুর আকাশে। তারপর কেটেছে তিন বছরের বেশি সময়, অগণিত গুঞ্জন, প্রত্যাবর্তনের হাজারও আশা–নিরাশার গল্প। কিন্তু মেসি আর খেলোয়াড় হিসেবে ফিরে আসেননি তার শৈশব, স্বপ্ন আর সাফল্যের নীড় বার্সায়।

এরই মধ্যে ২০২৩ সালের জুনে সংস্কারের জন্য বন্ধ হয়ে যায় কিংবদন্তিতুল্য সেই ক্যাম্প ন্যু। ৮৯৪ দিনের প্রতীক্ষা শেষে অবশেষে আলো ফিরছে সেই প্রিয় মাঠে। গত ৭ নভেম্বর, আলো–ঝলমলে রাতের আকাশের নিচে আবারও প্রাণ ফিরে পায় ক্যাম্প ন্যু। প্রায় ২৩ হাজার দর্শকের সামনে অনুশীলনে নামে ইয়ামাল, লেভানডফস্কিসহ নতুন প্রজন্মের কাতালান যোদ্ধারা। আর সেই মুহূর্তেই, চুপিসারে ফিরলেন একজন; যাকে এই মাঠের প্রতিটি ঘাসের শিকড় পর্যন্ত চেনে। নিজের জন্মভূমির মতো এই মাঠে নিঃশব্দে হাঁটলেন লিওনেল মেসি। 

ইনস্টাগ্রামে পোস্ট করা কিছু ছবির ক্যাপশনে তিনি লিখলেন, ‘গত রাতে আমি ফিরে গিয়েছিলাম এমন এক জায়গায়, যেটাকে আমি মনপ্রাণ দিয়ে মিস করি। এমন এক জায়গা, যেখানে আমি অসম্ভব সুখে ছিলাম। যেখানে তোমরা সবাই আমাকে অনুভব করিয়েছিলে যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আশা করি একদিন আবার ফিরতে পারব, শুধু খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয়, ব রং যেমনটা আগে কখনো পারিনি...।’

তার এই কয়েকটি বাক্য যেন কাতালোনিয়ার প্রতিটি হৃদয়ে ঢেউ তুলেছে। এই মাঠে অসংখ্য জাদু ছড়িয়েছেন, গোলের পর গোল উপহার দিয়েছেন, ট্রফির পর ট্রফি তুলেছেন; আবার হাঁটলেন সেই সবুজ গালিচায়, হয়তো কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকেছেন গোলপোস্টের সামনে, যেখানে তার নাম এখনো প্রতিধ্বনিত হয়।

অবশ্য, বিভিন্ন সময় ক্যাম্প ন্যুতে মেসিকে সংবর্ধনা দেওয়ার কথা শোনা গিয়েছিল। বার্সা সভাপতি হোয়ান লাপোর্তাও বলেছিলেন, ‘ক্যাম্প ন্যুর উদ্বোধন মেসিকে সম্মান জানিয়ে করাটা দারুণ হবে।’ এবার মেসির এই নিঃশব্দ সফর যেন সেই কথাগুলোর সত্যতা আরও গভীর করে তুলল।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকেই আবার ম্যাচ ফিরবে ক্যাম্প ন্যুতে। আগামী ২২ নভেম্বর অ্যাথলেটিক বিলবাও কিংবা ২৯ নভেম্বর আলাভেসের বিপক্ষে মাঠে নামাও ক্লাবটির ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সঙ্গে মিলে যাবে। আর যদি তাতেও বিলম্ব হয়, তবে ২ ডিসেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে আবারও গর্জে উঠবে ক্যাম্প ন্যু। 

টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
নুরের পক্ষে কাজ না করার অভিযোগে পটুয়াখালিতে বিএনপির ৩ কমিটি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ককে অব্যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ, প্রতিক্রিয়ায় যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9