গুচ্ছ ইস্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান সাফ জানিয়ে দিলেন উপাচার্য

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো
উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো  © টিডিসি সম্পাদিত

গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ফের অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে ইউজিসি। গুচ্ছে যুক্ত হওয়ার জন্য আহ্বানও জানানো হয়েছে। তবে এ সভায় উপস্থিত হননি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

আজ সোমবার দ্য ডেইলি ক্যাম্পসকে উপাচার্য বলেন, আমার আজ অনেকগুলো শিডিউল ছিল এজন্য যাওয়া হয়নি সভায়। এছাড়া আমাদের পক্ষে গুচ্ছে যাওয়া সম্ভব না। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছি এবং তা বাস্তবায়নের জন্য কাজ চলছে। 

উপাচার্য বলেন, আমাদেরকে গুচ্ছে যাওয়ার জন্য চিঠি দিয়েছে। আজ মিটিং ছিল। কিন্তু আমার বেশ কয়েকটা শিডিউল থাকায় যাওয়া হয়নি। এছাড়া আমাদের পক্ষে গুচ্ছে যাওয়া সম্ভব না। আমরা সর্বশেষ অ্যাকাডেমিক কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছি ইউজিসিকে। গুচ্ছে থেকে বের হয়ে যাওয়া আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আজ আহ্বান জানিয়েছিল। 

ইউজিসি সভা সূত্রে জানা গেছে, সভায় গুচ্ছ ভর্তি ব্যবস্থা থেকে পৃথক হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোকে পুনরায় গুচ্ছভুক্ত হওয়ার আহ্বান জানায় ইউজিসি। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা জানিয়েছেন, তারা বিষয়টি তাদের অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা করবেন এবং শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। পরবর্তীতে এ বিষয়ে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

৫ টি বিশ্ববিদ্যালয়গুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এ পাঁচটিসহ ২৪টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ইউজিসির আজকের সভায় যুক্ত হওয়ার জন্য চিঠি দিয়েছিল ইউজিসি।

এদিকে আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (https://admission.jnu.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণের সময়ে ফি হিসেবে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ক্ষেত্রে এক হাজার টাকা আর ‘ই’ ইউনিটের ক্ষেত্রে ১ হাজার ২০০ টাকা জমা দিতে হবে। ভর্তির বিস্তারিত তথ্য, আবেদন করার নিয়ম, আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২২ বা ২০২৩ সালে এসএসসি/ সমমান ও ২০২৫ সালে এইচএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাঁরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিটে ভর্তির নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তাঁরাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এবার চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। আগামী ১৩ ডিসেম্বর বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ