কুবির ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে লড়বেন যথাক্রমে ৯৬ ও ৬৪ জন

৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ PM
কুবির ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে লড়বেন যথাক্রমে ৯৬ ও ৬৪ জন

কুবির ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে লড়বেন যথাক্রমে ৯৬ ও ৬৪ জন © টিডিসি ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এতে ‘বি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন গড়ে ৯৬ জন এবং ‘সি’ ইউনিটে ৬৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

শনিবার সকাল ১১টায় কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের অন্তর্ভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টায় বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। এ দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, এবার ‘বি’ ইউনিটে মোট আসন সংখ্যা ৩৯০টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৭ হাজার ৬১৪টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন গড়ে ৯৬ জনের বেশি ভর্তিচ্ছু। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আবেদন করেছে ২৪ হাজার ৯৯১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন ১২ হাজার ৬২৩ জন।

অন্যদিকে ‘সি’ ইউনিটে মোট আসন সংখ্যা ২০০টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ১২ হাজার ৮৩০টি। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন গড়ে ৬৪ জনের বেশি ভর্তিচ্ছু। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আবেদন করেছেন ৯ হাজার ৯৬৯ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন ২ হাজার ৮৬১ জন।

ভর্তি পরীক্ষা এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং ন্যূনতম পাশ নম্বর নির্ধারণ করা হয়েছে ৩৩।

এর আগে গত ২৮ জানুয়ারি এক সংবাদ সম্মেলন ও বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য একাধিক নির্দেশনা জারি করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অন্তর্ভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়েছে। এ পরীক্ষায় ভর্তিচ্ছুদের উপস্থিতির হার ছিল ৬৭.৪২ শতাংশ।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬