খুবিতে ভর্তির আবেদন ১ লাখের বেশি, আসনপ্রতি লড়ছেন কত?
- খুবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ AM , আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ AM
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ২৭ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ১১২টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন ১ লাখ ৮ হাজার ২৬৬ জন। সে হিসাবে এ পর্যন্ত আসনপ্রতি আবেদন করেছেন ৯৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা) ১৮ ডিসেম্বর এবং B ইউনিটের (জীববিজ্ঞান) স্কুলের ভর্তি পরীক্ষা। ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে C ইউনিটের (কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুল) এবং D ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা।
আরও পড়ুন: জাবিতে শেখ পরিবারের নামে থাকা চার হলের নাম পরিবর্তন
আরও জানায়, মোট ১ হাজার ১১২টি আসনের বিপরীতে এবার ১ লাখ ৮ হাজার ২৬৬ আবেদন করেছেন। ফলে প্রতি আসনের জন্য গড়ে ৯৭ জন প্রতিযোগিতা করবেন। এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে আবেদন পড়েছে ৩৮ হাজার ৯৬১টি, ‘বি’ ইউনিটে ২৮ হাজার ৯৬৮টি, ‘সি’ ইউনিটে ৩৬ হাজার ৭৩৬টি এবং ‘ডি’ ইউনিটে ৩ হাজার ৬০৩টি আবেদন।
এবার ভর্তি পরীক্ষা দেশের চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে—ঢাকা, খুলনা, রাজশাহী ও চট্টগ্রামে। এ ছাড়া এবারই প্রথম চট্টগ্রামে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।