পিআইবিতে গণমাধ্যম বিষয়ে কোর্স করার সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:২৮ AM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৩১ AM
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২৫ সালের এই কোর্সে সাংবাদিকতা ও নতুন মাধ্যম-সংশ্লিষ্ট বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।
সম্প্রতি প্রকাশিত প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে তিনটি বিষয়ের ওপর কোর্স করানো হবে। সেগুলো হল- বেসিক জার্নালিজম ইন দ্য এইজ অব নিউ মিডিয়া; ফ্যাক্ট চেকিং ইন দ্য এইজ অব ডিজিটাল মিডিয়া এবং মিডিয়া কনটেন্ট ক্রিয়েশন: এআই, ভিআর অ্যান্ড নিউ মিডিয়া টুলস, ট্রেন্ডস অ্যান্ড এথিকস ইত্যাদি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি কোর্সের ক্লাস অনুষ্ঠিত হবে শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত, এবং মেয়াদ থাকবে ৩ মাস।
আরও পড়ুন: ইনকোর্সের নম্বর নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল জাতীয় বিশ্ববিদ্যালয়
ভর্তির যোগ্যতা
সরকার অনুমোদিত যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এইচএসসি বা সমমান, অথবা তদূর্ধ্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। গণমাধ্যম, জনসংযোগ বা বিজ্ঞাপন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরতদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
বিস্তারিত জানতে আগ্রহীরা পিআইবির ওয়েবসাইট www.pib.gov.bd অথবা ফেসবুক পেজ facebook.com/pib.gov.bd ভিজিট করতে পারবেন।