অশ্লীল ভিডিও এডিট করে সাংবাদিককে ফাঁসিয়ে চাঁদা দাবি, থানায় মামলা

সাতক্ষীরা থানা
সাতক্ষীরা থানা  © ফাইল ফটো

সাতক্ষীরায় এক সাংবাদিককে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের চাঁদা দাবি ও ভারতীয় অশ্লীল ভিডিওতে তার ছবি বসিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেলে সাতক্ষীরা থানায় পর্নগ্রাফি ও চাঁদাবাজির আইনে মামলাটি নথিভুক্ত করা হয়। ঘটনায় সাতক্ষীরা জুড়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মামলার আসামিরা হলেন, পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামের আল-আমিন সরদার, শহরের পলাশপোল এলাকার রিনা খাতুন, কালিগঞ্জের রতনপুর গ্রামের কামরুল হাসানসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন।

মামলার বিবরণ অনুযায়ী, ভারতীয় একটি পর্নসাইট থেকে অস্পষ্ট ভিডিও সংগ্রহ করে তাতে ভুক্তভোগী সাংবাদিকের ছবি ভিডিওর কর্নারে বসিয়ে তা এডিট করা হয়। পরবর্তীতে ওই ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয় এবং চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভিডিওটি নিজের ও ভুয়া নামের ফেসবুক আইডি থেকে ছড়িয়ে দেওয়া হয়।

সাতক্ষীরা সাইবার এলার্ট টিমের পরিচালক মাহবুব রহমান বলেন, ভিডিওর মূল চিত্রে থাকা ব্যক্তির সঙ্গে সাংবাদিকের কোনো মিল নেই। গুগল রিভার্স ইমেজ সার্চে ভিডিওটি ভারতীয় বিভিন্ন পর্নসাইটে পাওয়া গেছে।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান কর্মসূচিতে সক্রিয় থাকা একজন সৎ ও পরিচিত সাংবাদিককে পরিকল্পিতভাবে টার্গেট করে এই চক্রান্ত করা হয়েছে। তিনি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, “এই ঘটনায় যদি আইনগত পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে সাতক্ষীরার সাংবাদিক সমাজ রাজপথে নামবে।”

সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান বলেন, ‘পর্নগ্রাফি ও চাঁদাবাজির অভিযোগে মামলাটি (মামলা নং-২৩) গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।’


সর্বশেষ সংবাদ