নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত বিভাগে ভর্তির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
- জাককানইবি প্রদায়ক
- প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:৪৯ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৮:৪৬ AM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, সংগীত বিভাগ ও চারুকলা বিভাগের পরীক্ষার্থীদের জন্য ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করেছে রেজিস্ট্রার দপ্তর।
বৃহস্পতিবার (১৯ জুন) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের ব্যবহারিক পরীক্ষার জন্য ১০০১১৭ রোল থেকে ১৫৫৩১৪ পর্যন্ত ২২ জুন, ১৫৫৩৬২ রোল থেকে ২৩০৫৩৫ পর্যন্ত ২৩ জুন, ২৩০৭১৬ রোল থেকে ৩১৯৩২৮ পর্যন্ত ২৪ জুন, ৩১৯৬৮২ রোল থেকে ৩৬১৭৭০ পর্যন্ত ২৫ জুন এবং ৩৬১৮৯৫ রোল থেকে ৫২২৯১৮ পর্যন্ত ২৬ জুন সকাল ৯টায় বিভাগটিতে রিপোর্ট করতে বলা হয়েছে।
থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজের ব্যবহারিকের জন্য ১০০০০৬ রোল থেকে ১৬১১২১ পর্যন্ত ২৩ জুন, ১৬১২৯২ রোল থেকে ২৩৬৮১৫ পর্যন্ত ২৪ জুন, ২৩৬৯১৩ রোল থেকে ৩৫৪০২৪ পর্যন্ত ২৫ জুন এবং ৩৫৪৪৬৭ রোল থেকে ৫২২৭৪১ পর্যন্ত ২৬ জুন সকাল ৯টায় বিভাগটিতে রিপোর্ট করতে বলা হয়েছে।
সংগীত বিভাগের ব্যবহারিকের জন্য ১০২০১০ রোল থেকে ১৮০৫২১ পর্যন্ত ২৩ জুন, ১৮০৭১০ রোল থেকে ৩০৫৬৭৪ পর্যন্ত ২৪ জুন, ৩০৬৯৬৯ রোল থেকে ৩৬২৩৩৪ পর্যন্ত ২৫ জুন এবং ৩৬৩২১৪ রোল থেকে ৫২২৭৪১ পর্যন্ত ২৬ তারিখ সকাল ৯টায় বিভাগে রিপোর্ট করতে বলা হয়েছে।
আরও পড়ুন: অস্ত্র হাতে ভাইরাল ছাত্রলীগ নেতার জামিনে মুক্তির পর ফের গ্রেফতার
চারুকলা বিভাগের ব্যবহারিকের জন্য পরীক্ষার্থীদের ২৭ জুন বেলা ১১টায় বোর্ড (১৮ ইঞ্চি×২২ ইঞ্চি), পেন্সিল (2B, 3B, 4B), বোর্ড ক্লিপ, এন্টি কাটার উপকরণসহ নতুন কলা ভবনে উপস্থিত হতে বলা হয়েছে।
উল্লেখ্য, প্রত্যেক পরীক্ষার্থীকে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত লিখিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। চারুকলা বিভাগ ব্যতীত যেসব পরিক্ষার্থীর উল্লেখিত সময়ে অন্য কোনো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে প্রমাণ সাপেক্ষে উল্লেখিত যেকোনো সময়ে পরীক্ষা দিতে পারবেন।