আইসিটি খাতে অবদান

রাষ্ট্রীয় সম্মাননা পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এএইচএম কামাল

১৮ মে ২০২৫, ১২:৩১ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৩:৪০ PM
অধ্যাপক ড. এ এইচ এম কামালকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

অধ্যাপক ড. এ এইচ এম কামালকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © টিডিসি

টেলিকমিউনিকেশন ও যোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম কামাল।

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৫ উপলক্ষে শনিবার (১৭ মে) ঢাকার বিটিআরসি ভবনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ সম্মাননা স্মারক তুলে দেন।

সম্মাননা প্রাপ্তির বিষয়ে অধ্যাপক ড. কামাল বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি জাতীয় পর্যায়ে আমার বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করার এক অনন্য মুহূর্ত। রাষ্ট্রপতি, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, যারা আমার কাজের মূল্যায়ন করেছেন। দেশ ও জাতির কল্যাণে টেলিকমিউনিকেশন খাতের অগ্রগতি অত্যন্ত প্রয়োজনীয়। আমি সেই অভিযাত্রায় অবিচলভাবে যুক্ত থাকতে চাই। এ সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য অনুপ্রাণিত করবে।’

আরও পড়ুন: বিপ্লবের ইজারাদাররা বিপ্লবকে জয় বাংলা করে দিয়েছে: আবু হানিফ

ড. কামালের গবেষণা টেলিকমিউনিকেশন ও তথ্যপ্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। তার গবেষণার অন্তর্ভুক্ত ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে অ্যাডভান্স কমিউনিকেশন নেটওয়ার্ক, ডাটা কমিউনিকেশন, কম্পিউটার নেটওয়ার্ক ও ডাটা সিগন্যাল প্রসেসিং। এ ছাড়া মেডিকেল ইমেজিং, তথ্য সুরক্ষা ও হেলথকেয়ার সার্ভিসের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ভূমিকা নিয়েও তিনি কাজ করেছেন।

শিক্ষাগত জীবনে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তী সময়ে স্পেন ও বেলজিয়াম থেকে ইনফরমেশন টেকনোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন তিনি।

সিসিইউতে মাহমুদুর রহমান মান্না
  • ১৭ জানুয়ারি ২০২৬
ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেলের জন্য অর্থ সংস্থান সরকারের, সংশোধিত বাজেটে বাড়ল ব…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফের ইসলামী আন্দোলনের সাথে বসতে পারে ১০ দল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিইউনিয়নে এসে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
জরুরি বৈঠকে জামায়াতে ইসলামী
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9