নজরুল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গবেষণা মেলা বুধবার

১৩ মে ২০২৫, ০৫:২৬ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:২১ PM
মেলা আয়োজন উপলক্ষে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন

মেলা আয়োজন উপলক্ষে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন © টিডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের আয়োজনে আগামীকাল বুধবার (১৪ মে) দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় গবেষণা মেলা-২০২৫। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট এবং গবেষণা সংগঠন মেলায় অংশগ্রহণ করবে।

সোমবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম মেলা আয়োজনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। 

বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ও মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বুধবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এএইচএম কামাল এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার।

এ ছাড়া উপস্থিত থাকবেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। 

মেলার অংশ হিসেবে ১৩ মে  বেলা ৩টায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের দশম তলায় রিসার্চ মেথডোলজির ওপর সেমিনার অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সিএসই বিভাগের অধ্যাপক ড. এএইচএম কামাল। এ ছাড়া এ বছর প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়েছে গবেষণা আইডিয়া প্রতিযোগিতা, যেখানে নির্বাচিত গবেষণা আইডিয়াগুলো পোস্টার প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা হবে।

আরও পড়ুন: জবিতে জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগ, অভিযুক্ত কর্মচারীকে বরখাস্ত

পাশাপাশি মেলার অংশ হিসেবে আইকিউএসির অর্থায়নে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের জন্য গবেষণা-সহায়ক সফটওয়্যার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালা শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর গবেষণায় দক্ষতা অর্জনে সহায়ক হবে। এছাড়াও গবেষণা মেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে একটি তথ্যবহুল প্রকাশনা, যেখানে ২০১২-১৩ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বরাদ্দপ্রাপ্ত গবেষণা প্রকল্পসমূহের তালিকা অন্তর্ভুক্ত থাকবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘তৃতীয় গবেষণা মেলা-২০২৫ আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের ধারাবাহিকতা ও উৎকর্ষতা বৃদ্ধির একটি উল্লেখযোগ্য প্রয়াস। শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। এবারের মেলায় শিক্ষার্থীদের জন্য গবেষণা আইডিয়া প্রতিযোগিতা এবং সফটওয়্যার প্রশিক্ষণ কর্মশালার সংযোজন গবেষণার প্রতি তাদের আগ্রহ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি এই আয়োজন বিশ্ববিদ্যালয়কে গবেষণার নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

চবির সেই শিক্ষককে হেনস্থায় ঢাবি সাদা দলের উদ্বেগ, জড়িতদের ব…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প
  • ১২ জানুয়ারি ২০২৬
২০২৬ সাল ‘যুদ্ধ ও ধ্বংসের’ বছর, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী
  • ১২ জানুয়ারি ২০২৬
আগামী নির্বাচনের ফলাফলে কেন 'প্রভাবক' হয়ে উঠতে পারেন সুইং ভ…
  • ১২ জানুয়ারি ২০২৬
যশোরের বিদেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করেন না যেসব কারণে
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9